আস্ক প্রশ্নে আপনাকে স্বাগতম ! এটি একটি প্রশ্নোত্তর ভিত্তিক কমিউনিটি। এই সাইট সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ...
323 বার প্রদর্শিত
"পড়াশোনা" বিভাগে করেছেন (171 পয়েন্ট) 24 82 84
পূনঃরায় খোলা করেছেন

2 উত্তর

0 পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন (8,268 পয়েন্ট) 93 546 689
পূনঃপ্রদর্শিত করেছেন
হাতের লেখা সুন্দর করার জন্য ৭টি পরামর্শ :
১. সঠিক উপাদান নির্ধারণ করা : লেখা শুরু করার আগে সেই জিনিসগুলো নির্বাচন করুন যেগুলো ব্যবহার করে আপনি স্বাচ্ছন্দ্যবোধ করবেন। অনেকেই মনে করে থাকেন সুন্দর হাতের লেখার জন্য ‘ফাউন্টেন পেন’ অত্যাবশকীয়। আসলে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এমন একটি কলম বা পেন্সিল বেছে নিন যা আপনার আঙুলের সঙ্গে সহজে মানিয়ে যাবে এবং লেখার সময় কাগজের ওপর যাকে জোরে চাপ দিতে হবে না। আর কাগজ হিসেবে ‘নোটবুক’ জাতীয় লাইন টানা কাগজ ব্যবহার করা যেতে পারে।
২. হাত এবং কবজি নমনীয় করা : ‘লেখা শুরুর আগে আমি আমার হাত হালকা করে নিই এবং কবজি দুটোকে হালকা মুচড়ে নিই যাতে এগুলো লেখার জন্য নমনীয় হয়’- হুপার বলেন। ‘বিশেষ করে যদি আপনি একটানা বেশ কয়েকদিন ধরে না লিখেন তাহলে অন্যান্য মাংসপেশীর মতো কবজি বা হাতেও একধরনের জড়তা অনুভব করবেন।’
৩. অঙ্গবিন্যাস ঠিক করা : সোজা হয়ে বসুন এবং আপনার অনভ্যস্ত হাতটিকে (যেমন ডানহাতিদের ক্ষেত্রে বাঁ হাত) কাগজ বা খাতাটিকে ধরে রাখার জন্য ব্যবহার করুন। হুপার বলেন, ‘লেখার সময় আমি আমার অনভ্যস্ত হাতটিকে সামঞ্জস্য রক্ষার্থে ব্যবহার করি। এটা আমাকে স্থির থাকতে এবং ডান হাতের ওপর নিয়ন্ত্রণ বাড়াতে সাহায্য করে।’ তবে এজন্য অবশ্যই চেয়ার-টেবিল ব্যবহার করা উত্তম।
৪. কলম ধরা : কলম বা পেন্সিল নিব এর কাছাকাছি ধরে লিখুন, তবে শক্তভাবে ধরে নয়। যদি নিবের কাছাকাছি ধরে লিখতে আপনি স্বাচ্ছন্দ্যবোধ না করেন, তাহলে দুশ্চিন্তার কিছু নেই। কারণ কলম বা পেন্সিল ধরার আসলে নির্দিষ্ট কোনো নিয়ম নেই। এটা সম্পূর্ণই আপনার হাতের গড়নের ওপর নির্ভর করে।
৫. বাহু এবং কবজির অবস্থান : বেশিরভাগ মানুষই লেখার সময় শুধু আঙুল ব্যবহার করে থাকেন। কিন্তু হস্তাক্ষরবিদরা আঙুল দিয়ে কলম-পেন্সিল আঁকড়ে ধরেন মাত্র এবং লেখার সময় নিজেদের বাহু এবং কবজিকে সমান অবস্থানে রেখে লিখে থাকেন। হুপার বলেন, ‘এটি রপ্ত করার জন্য আপনি একটি কলম ধরে কল্পনায় (বাতাসের ওপরে) বড় বড় অক্ষর লিখতে পারেন।’
৬. তুলনামূলক ধীরগতি অবলম্বন করা : বেশিরভাগ মানুষের মধ্যে যত দ্রুত পারা যায় লেখা শেষ করার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। হুপার বলেন, ‘লেখা কোনো দৌড় প্রতিযোগিতা নয়। কত দ্রুত তা শেষ করবেন এটাকে গুরুত্ব না দিয়ে, প্রতিটি অক্ষর কিভাবে সুন্দর করবেন সেটাকে গুরুত্ব দিন। একটু ধীরে লিখুন এবং অক্ষরকে তার শ্রেষ্ঠ চেহারায় রূপ দিন।’
অক্ষরকে সুন্দরভাবে রূপ দিতে প্রথমে বড় বড় করে লেখার অভ্যাস করুন। ধীরে ধীরে স্বাভাবিক লেখার স্টাইল ছোট আকারে হ্রাস করুন।
৭. অনুশীলন, অনুশীলন এবং অনুশীলন : হাতের লেখা ভালো করার জন্য অনুশীলনের কোনো বিকল্প নেই। উপরোক্ত নিয়মগুলো মেনে আপনি যত বেশি অনুশীলন করবেন ততই দক্ষতা বাড়বে।
আ ক ম আজাদ আস্ক প্রশ্ন ডটকমের সাথে আছেন সমন্বয়ক হিসাবে। বর্তমানে তিনি একজন শিক্ষক। আস্ক প্রশ্ন ডটকমকে বাছাই করে নিয়েছেন জ্ঞান আহরণ ও জ্ঞান বিতরণের মাধ্যম হিসাবে। ভবিষ্যতে একজন বক্তা ও লেখক হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। এই আশা পূর্ণতা পেতে সকলের নিকট দু'আপার্থী।
0 পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন (940 পয়েন্ট) 24 92 123
পূনঃপ্রদর্শিত করেছেন
সুন্দর হাতের লেখার (better hand
writing) কদর সর্বত্র। আর সেই সাথে সুন্দর
লেখার পাশাপাশি আপনার লেখাটা বা লেখার ধরণটা
যদি হয় দ্রুত (faster hand writing)
তাহলে তো কথায় নেই। পরীক্ষা থেকে শুরু করে
যেকোন কোন লেখা বিষয়ক জায়গায় আপনাকে
পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার ক্ষমতা হয়তো
আর কারো থাকবে না।
আমরা অনেকেই দেখেছি দ্রুত লিখতে গেলে হাতের
লেখার অবস্থা হয় একদম বাজে, আর সেই লেখার
তুলনা দিতে গিয়ে কাকের ঠ্যাং বকের ঠ্যাং নিয়ে
টানাটানি শুরু হয়ে যায়। আসুন সুন্দর হাতের লেখার
সাথে সাথে হাতের লেখা দ্রুত করা সম্পর্কে কিছু
টিপস দেওয়া যাকঃ
১) আলাদা আলাদা কলম
ব্যবহার করুন (different types of pen)
হাতের লেখা সুন্দর করতে বা আপনি যে খাতাটায়
লিখছেন সেখানে আপনার লেখা সুন্দর ভাবে
উপস্থাপন করতে আলাদা আলাদা কলম ব্যবহার
করুন। যেমন লেখায় পয়েন্ট করতে জেল পেন,
পয়েন্টিং ভালোভাবে ফুটিয়ে তুলতে মার্কার পেন
এবং স্বাভাবিক লেখার জন্য বলপেন ব্যবহার
করুন। বলপেন আপনার লেখা দ্রুত লিখতে সাহায্য
করবে আর জেল ও মার্কার পেন আপনার লেখার
সৌন্দর্য বৃদ্ধি করবে।
২) লেখার সময় কলম খুব জোরে
চেপে ধরবেন না (loosen your grip)
লিখতে গিয়ে কখনই কলম খুব বেশী চেপে ধরবেন
না। চেপে ধরলে আপনার লেখার গতি কমে যাওয়ার
সাথে সাথে লেখার সৌন্দর্য নষ্ট হয়। তাই আজ
থেকেই লেখার সময় কলম সামান্য আলগা করে
ধরার অভ্যাস করুন লেখার ধরণ সুন্দর হওয়ার
সাথে লেখাও দ্রুত হবে।
৩) লেখার সময় খেয়াল রাখুন
লেখা যেন জড়িয়ে না
যায় (write clearly)
আমরা অনেক সময় দ্রুত লিখতে গিয়ে একটার সাথে
আরেকটা অক্ষর এমনভাবে জড়িয়ে লিখি যে কোনটা
কি আলাদা করে বোঝার উপায় থাকেনা। এতে লেখা
দ্রুত না হয়ে বরং কাটাকাটি করতে গিয়ে সময়
ক্ষেপণ বেশী হয়। তাই লিখতে গিয়ে লেখা যাতে
জড়িয়ে না যায় সেদিকে নজর রাখুন, দেখবেন লেখা
নিজে থেকেই সুন্দর হয়ে যাচ্ছে।
৪) লেখা খুব বেশী বড় বড় করে
লিখবেন না (write smaller)
লেখার সৌন্দর্য বজায় রাখতে যতোটা পারেন ছোট
অক্ষরে লিখতে চেষ্টা করুন। ছোট বলতে মোটামুটি
মাঝারি আকার। বড় বড় লেখা আপনার লেখার
সৌন্দর্য নষ্ট করার পাশাপাশি দ্রুত লেখার পথে
বাধা সৃষ্টি করে।
৫) হাতের পাশাপাশি বাহুকে
লেখাতে সংযুক্ত করুন (engage your arm)
এটা ঠিক লেখার ক্ষেত্রে সব থেকে বেশী হাতের
প্রয়োজন পরে। কিন্তু দ্রুত লিখতে গেলে আপনাকে
হাতের পাশাপাশি বাহুকেও ব্যবহার করতে হবে।
আপনি যদি শুধুমাত্র হাত শক্ত করে লিখে যান
লেখা খারাপ হবে ও সময় বেশী লাগবে। তাই লেখার
সময় হাত শক্ত না রেখে শিথিল করে লিখুন ও
হাতের বাহুর ব্যবহার ঘটান, এতে লেখা দ্রুত ও
সুন্দর হবে।
আপনার পড়াশোনার জীবনে লেখার অবস্থান বলতে
গেলে সবার উপরে। তাই হাতের লেখা দ্রুত ও সুন্দর
করার কোন বিকল্প হয় না।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

5 টি উত্তর
19 ডিসেম্বর 2017 "অন্যান্য" বিভাগে জিজ্ঞাসা করেছেন Md sumon (113 পয়েন্ট) 57 243 252
2 টি উত্তর
16 জুন 2018 "অন্যান্য" বিভাগে জিজ্ঞাসা করেছেন Sajjad Jayed (10,126 পয়েন্ট) 377 2734 3127
1 উত্তর
16 জুন 2018 "অন্যান্য" বিভাগে জিজ্ঞাসা করেছেন Sajjad Jayed (10,126 পয়েন্ট) 377 2734 3127
2 টি উত্তর
31 ডিসেম্বর 2017 "পড়াশোনা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Ayaan (2,796 পয়েন্ট) 157 421 438
1 উত্তর
16 জুন 2018 "অন্যান্য" বিভাগে জিজ্ঞাসা করেছেন Sajjad Jayed (10,126 পয়েন্ট) 377 2734 3127

28,156 টি প্রশ্ন

29,682 টি উত্তর

3,147 টি মন্তব্য

3,920 জন সদস্য



আস্ক প্রশ্ন এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে কমিউনিটির এই প্ল্যাটফর্মের সদস্যের মাধ্যমে আপনার প্রশ্নের উত্তর বা সমস্যার সমাধান পেতে পারেন এবং আপনি অন্য জনের প্রশ্নের উত্তর বা সমস্যার সমাধান দিতে পারবেন। মূলত এটি বাংলা ভাষাভাষীদের জন্য একটি প্রশ্নোত্তর ভিত্তিক কমিউনিটি। বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি অনলাইনে উন্মুক্ত তথ্যভান্ডার গড়ে তোলা আমাদের লক্ষ্য।

  1. Jahidul ISLAM

    50 পয়েন্ট

    0 উত্তর

    0 প্রশ্ন

  2. ratna

    50 পয়েন্ট

    0 উত্তর

    0 প্রশ্ন

  3. আবু উবাইদাহ

    50 পয়েন্ট

    0 উত্তর

    0 প্রশ্ন

  4. Apon

    50 পয়েন্ট

    0 উত্তর

    0 প্রশ্ন

  5. সালেহ

    50 পয়েন্ট

    0 উত্তর

    0 প্রশ্ন

শীর্ষ বিশেষ সদস্য

...