রম মূলত বাইনারি সংখ্যার মাধ্যমে কাজ করে থাকে অর্থাৎ বিদ্যুত প্রবাহ আছে কি নেই এর মাধ্যমে তা পুরো প্রক্রিয়ার কাজ করে থাকে ! যেমন - DVD-Rom এ আমরা যখন কোনো ডিভিডি এন্টার করি তখন সেই ডিভিডি রম ক্রমাগত বিদ্যুত প্রবাহ আছে কি নেই এরকম সিগনাল পাঠাতে থাকে আর যা প্রসেসর প্রসেস করে আমাদের সামনে বিভিন্ন ছবি,ডাটা কিংবা গান হিসেবে উপস্থাপন করে I এছাড়াও আমরা মোটামুটি কম্পিউটার এর বায়োস (যেইখানে কম্পিউটার এর বেসিক কিছু কাজকর্ম করা যায় ! অনেকে হয়ত কম্পিউটার পাসওয়ার্ড দিয়ে লোক করার কাজে ব্যবহার করে থাকে!) এর সাথে পরিচিত এইটাও কিন্তু একধরনের রম এর উদাহরণ !
আ ক ম আজাদ আস্ক প্রশ্ন ডটকমের সাথে আছেন সমন্বয়ক হিসাবে। বর্তমানে তিনি একজন শিক্ষক। আস্ক প্রশ্ন ডটকমকে বাছাই করে নিয়েছেন জ্ঞান আহরণ ও জ্ঞান বিতরণের মাধ্যম হিসাবে। ভবিষ্যতে একজন বক্তা ও লেখক হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। এই আশা পূর্ণতা পেতে সকলের নিকট দু'আপার্থী।