হ্যা, অবশ্যই অন্যায়।
কারণ, শিক্ষা জাতির মেরুদণ্ড আর শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ। আজকের ছাত্ররাই আগামীদিনের দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে। তখন যাতে সে দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করা যায় ছাত্রদের সেভাই প্রস্তুত হতে হবে,গড়ে উঠতে হবে সততার সাথে শিক্ষা গ্রহণের মাধ্যমে ছাত্রদের জ্ঞানবুদ্ধি কতটুকু হয়েছে তা প্রমাণ করার জন্যই পরীক্ষা পদ্ধতির প্রবর্তন।
আর সততার মধ্য দিয়েই বিষয়টি যথার্থভাবে প্রমাণিত হতে পারে। কিন্তু বর্তমানে পরীক্ষার নকল প্রবণতা, প্রশ্নপ্রত্র ফাঁস ইত্যাদি দুর্নীতি মহামারির রূপ ধারণ করে।
কামরুল হাসান ফরহাদ, সমন্বয়ক হিসেবে অন্তর্ভুক্ত আছেন আস্ক প্রশ্ন ডট কমের সাথে। নিজের সমস্যার সমাধানের পন্থা নিজেই খুঁজে বের করে সামনের দিকে এগিয়ে যেতে ভালোবাসেন। প্রশ্ন অ্যানসারকে ভালোবেসে নিয়েছেন নিজে জানার ও অপরকে জানানোর জন্য।