ইউটিউবের যে সকল ভিডিও শুরুর আগে বা মাঝে যে এডগুলো শো করে সেগুলো চাইলেও কোনোভাবে বন্ধ করা সম্ভব না। কারন, সেগুলো ইউটিউব থেকেই অনুমোদন করে দেয়া থাকে। তাই, আপনি চাইলেও সেগুলো ব্যাতীত ভিডিও দেখতে পারবেন না যদি সে ভিডিওতে এড বসানো থাকে। ইউটিউবের সমস্ত মনিটাইজড করা চ্যানেলের মালিকই এড শো করিয়ে টাকার উপার্জন করার জন্য মনিটাইজ করেন চ্যানেল। তাছাড়া এড বসানোর দরকারই ছিলোনা। এখন, কোনোভাবে যদি সে এড দেখা ছাড়াই আপনি ভিডিও দেখতে চান, তাহলে তো মালিকের কোনো লাভ হবেনা। তাই, এড না দেখ ভিডিও দেখার সিস্টেম ইউটিউব সমর্থন করেনা।
আশাকরি বুঝতে পেরেছেন।