আস্ক প্রশ্নে আপনাকে স্বাগতম ! এটি একটি প্রশ্নোত্তর ভিত্তিক কমিউনিটি। এই সাইট সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ...
2,618 বার প্রদর্শিত
"নোটিস বোর্ড" বিভাগে করেছেন (801 পয়েন্ট) 15 51 119
সম্পাদিত করেছেন

প্রথমেই কিছু বলি আমাদের সাইটে ২০১৮ সালের নতুন মাসের প্রথম তারিখ থেকেই সম্মাননা প্রদান প্রক্রিয়া চালু করার কথা ছিলো।কিন্তু আমাদের ওয়েবসাইটের সম্পূর্ণ কাজ সীমিত সময়ের মধ্যে কমপ্লিট না হওয়াতে সম্মাননা প্রদান প্রক্রিয়া চালু করতে পারিনি। সাম্প্রতিক আমাদের সাইটের সম্পূর্ণ কাজ কমপ্লিট হওয়াতে সামনে মাসের এপ্রিল মাসের শুরু থেকেই চালু করা হয়েছে মাসিক পুরুষ্কার সিস্টেম। যার নাম হয়েছে "মিস্টার প্রশ্নগুরু" ...

এবার আসি মূল কথায়।



প্রতি মাসের শেষে মিস্টার প্রশ্নগুরু হিসেবে কতজন পাবেন?



মিস্টার প্রশ্নগুরুর তালিকায় মাস শেষে সম্মাননা হিসেবে পাবেন মোট ৫ জন।

 

মিস্টার প্রশ্নগুরুদের সম্মাননা হিসেবে কি কি থাকছে?



সম্মাননা হিসেবে যা যা থাকছে তা নিম্নরূপ প্রকাশিত করা হলো:

১. প্রথম মিস্টার প্রশ্নগুরু যে হবে তাকে সম্মাননা হিসেবে দেওয়া হবে ৫০০ টাকা বিকাশে।

২. দ্বিতীয় স্থান যে অর্জন করবে তাকে দেওয়া হবে সম্মাননা হিসেবে ৩০০ টাকা বিকাশে।

৩. তৃতীয় স্থান যে অর্জন করবে তাকে সম্মাননা হিসেবে দেওয়া হবে ২০০ টাকা বিকাশে। 

৪. এবং চতুর্থ ও পঞ্চম স্থান যারা অর্জন করবে তারা দুজনেই যথাক্রমে পাবেন ১০০ টাকা করে ফ্লেক্সিলোড।


মিস্টার প্রশ্নগুরুতে কারা অংশগ্রহণ করতে পারবে?



যেকোনো সদস্যই এই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।



মিস্টার প্রশ্নগুরুর তালিকা মাস শেষে কখন ঘোষণা করা হবে এবং কবে সম্মাননা বিজয়ীদের কাছে পৌঁছে দেওয়া হবে?


প্রতি মাসের শেষে ৩ তারিখ বিজয়ীদের নাম নোটিশ বোর্ডে প্রকাশিত করে জানিয়ে দেওয়া হবে। এবং ৭ তারিখের সম্মাননা বিজয়ীদের কাছে পৌঁছে দেওয়া হবে।


যারা মিস্টার প্রশ্নগুরু হবেন তাদের জন্য কিছু নিয়মকানুন নিম্নোক্ত আলোচনা করা হলো।

অবশ্যই আমাদের সাইটের নীতিমালা  অনুসরণ করতে হবে......

১. প্রশ্ন অ্যানসারস হলো সম্পূর্ণ বাংলা ভাষার ওয়েবসাইট সুতরাং যেকোনো প্রশ্নের উত্তর প্রদান করলে পুরাপুরি বাংলা ভাষায় করতে হবে।বাংলিশ ভাষা প্রয়োগ করা থেকে বিরত থাকতে হবে।

২. যেকোনো প্রশ্নে উত্তর প্রদান করলে প্রশ্নকারীর এবং প্রশ্নের সমস্যার চাহিদা অনুযায়ী সাদৃশ্যপূর্ণ রেখেই উত্তর প্রদান করতে হবে।আংশিক, অযৌক্তিক উত্তর প্রদান করা যাবেনা।

৩. আপনি যে বিষয়ে জানে সে বিষয়ে উত্তর প্রদান করুন,যে বিষয়ে আপনি জানেন না সে বিষয়ে উত্তর প্রদান করা থেকে বিরত থাকুন। অনুমান নির্ভর করে কোন প্রশ্নে উত্তর প্রদান করা যাবেনা,যে বিষয়ে উত্তর দিবেন সে বিষয়ে নিশ্চিত হয়ে উত্তর প্রদান করুন।যে প্রশ্নের উত্তরটি জানেন সে প্রশ্নে উত্তর প্রদান করুন।

৪. স্বাস্থ্য ও চিকিৎসা এবং যৌন বিষয়ে উত্তর প্রদান করার সবসময় সতর্কতা অবলম্বন করুন।এদুটি বিভাগে উত্তর দেওয়ার পূর্বে নিশ্চিত হয়ে উত্তর প্রদান করুন।কোন অবস্থাতেই নিশ্চিত না হয়ে হয়ে কোন ঔষধের নাম কোন উত্তরে উল্লেখ করে দিবেন না,আপনি যদি পেশাদার ডাক্তার হয়ে থাকেন তাহলে দিতে পারেন। আপনি যদি এবিষয়ে জানেন বা আপনার দক্ষতা থাকে তাহলেও নাম উল্লেখ করে দিতে পারেন।

৫. কোন উত্তরেই সরাসরি কপি-পেস্ট উত্তর কোন ওয়েবসাইট থেকে দেওয়া যাবেনা। কপি-পেস্ট উত্তরটি আপনার নিজের মতো সংশোধন করে সাজিয়ে-গুছিয়ে সুন্দর মতো দেওয়ার চেষ্টা করুন।পুরাপুরি কপি-পেস্ট উত্তর গ্রহণযোগ্য না।  নিজে যতটুকু জানেন তার সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করুন।উত্তরের সত্যতা প্রমানিত করার জন্য উত্তরের তথ্যসূত্র উল্লেখ করুন।

৬. কোন অবস্থাতেই একজন সদস্য একাধিক অ্যাকাউন্ট ব্যাবহার করতে পারবেন না।এক অ্যাকাউন্ট থেকে প্রশ্ন করা এবং অন্য অ্যাকাউন্ট থেকে উত্তর প্রদান করে সেই উত্তরে মানসম্মত ভোট এবং সর্বোত্তম উত্তর নির্বাচিত করা যাবেনা। কোন সদস্যের বিরুদ্ধে একাধিক অ্যাকাউন্ট ব্যাবহার করার কোন তথ্য খুঁজে পাওয়া গেলে এবং সেটা সত্য প্রমানিত হলে উক্ত সদস্য বিজয়ীদের তালিকা থেকে বাতিল বলে গণ্য করা হবে।কোন সদস্য পরপর তিনবার ব্লক হলে মাসের বিজয়ীদের তালিকা থেকে বাতিল বলে গণ্য করা হবে। 

উপরোক্ত নিয়মগুলো যথাযথ মেনে যে সদস্য কার্যক্রম করবেন সেই হবেন মিস্টার প্রশ্নগুরু।এ বিষয়ে কোন মতামত বা জানার থাকলে মন্তব্য করতে পারুন।

note : 

যদি আপনি আমাদের সাইটের নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে  "  সাহায্য " পেজের প্রশ্নোত্তরগুলো মাধ্যমে আপনি আমাদের সাইটের কার্যক্রম সম্পর্কে মৌলিক ধারণা জেনে নিতে পারবেন। 

আপনি যে প্রশ্নটি জানতে চান, তাতে ক্লিক করলেই ঐ প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

- ধন্যবাদ 

করেছেন (96 পয়েন্ট) 22 103 119
মানসম্মত উত্তরের ভিত্তিতে পুরষ্কার দিবেন, এটা

খুব ভালো উদ্যোগ। এতে করে প্রশ্ন অ্যানসারস  মানসম্মত

উত্তর বাড়বে, এবং সুনাম সৌন্দর্য বাড়বে।
করেছেন (801 পয়েন্ট) 15 51 119
হুম মানসম্মত উত্তরগুলোই সবচেয়ে এগিয়ে থাকবে যে প্রদান করবে।
করেছেন (411 পয়েন্ট) 3 10 38
স্থানান্তরিত করেছেন
আচ্ছা এপ্রিল মাসেই কি পুরস্কার পাবো??
করেছেন (801 পয়েন্ট) 15 51 119
নাহ,এপ্রিল মাস থেকে শুরু অর্থাৎ সম্মাননা দেওয়া হবে
মে মাসের ৭ তারিখ।
করেছেন (66 পয়েন্ট) 2
স্থানান্তরিত করেছেন
পাশে আছি! আজ থেকে এ ওয়েবসাইটেই থাকব । আর এটা কি ফ্রীবেসিকে এ্যাড দেয়া আছে?
করেছেন (801 পয়েন্ট) 15 51 119
ধন্যবাদ। না এটা এখনো ফ্রিব্যাসিকে এড করা হয়নি তবে হবে।
করেছেন (689 পয়েন্ট) 4 16 28
ফ্রি বেসিক এ add করে দিন দয়া করে।
করেছেন (801 পয়েন্ট) 15 51 119
পূনঃপ্রদর্শিত করেছেন
হুম হয়ে যাবে অপেক্ষা করুন।
করেছেন (3,523 পয়েন্ট) 94 354 393
পূনঃপ্রদর্শিত করেছেন
প্রশ্ন অ্যানসার সাইটটি ফ্রী ব্যাসিক্সে যোগ করে দিলে প্রচুর জনপ্রিয়তা অর্জন করবে। তাই আশা করি সাইটটি ফ্রী ব্যাসিক্সে যোগ করার চেষ্টা করবেন।
করেছেন (3,523 পয়েন্ট) 94 354 393
প্রশ্ন অ্যানসার সাইটটি ফ্রী ব্যাসিক্সে যোগ করে দিলে প্রচুর জনপ্রিয়তা অর্জন করবে। তাই আশা করি যত দ্রুত সম্ভব সাইটটি ফ্রী ব্যাসিক্সে যোগ করার চেষ্টা করবেন।
করেছেন (801 পয়েন্ট) 15 51 119
ধন্যবাদ মতামতের জন্য,যত তাড়াতাড়ি সম্ভব এড করার চেষ্টা করবো।
করেছেন (52 পয়েন্ট) 42 272 277
স্থানান্তরিত করেছেন
হুম ভালো উদ্যোগ। 
করেছেন (161 পয়েন্ট) 23 150 166
প্রশাসক কে বলবেন ফ্রিবেসিক এ এড করতো সাইটি
করেছেন (3,523 পয়েন্ট) 94 354 393
পূনঃপ্রদর্শিত করেছেন

আমার একটা জিনিস পছন্দ হলো না সেটা হলো শুধুমাত্র প্রশ্ন গুরু তালিকায় থাকা প্রথম ৫ জনকে পুরস্কৃত করা হবে। সব কিছু উত্তরের সংখ্যা, প্রশ্নের সংখ্যা, ভোট, সর্বোত্তম উত্তর, বিস্তারিত তথ্যবহুল উত্তর, সোর্সযুক্ত অর্থাৎ তথ্যসূত্র যুক্ত এরকম আরও বিষয় যেগুলো বিবেচনা করে পুরস্কৃত করা উচিত।

করেছেন (801 পয়েন্ট) 15 51 119
পূনঃপ্রদর্শিত করেছেন
এগুলেই হবে....... 
করেছেন (1,972 পয়েন্ট) 33 100 141
@মোঃ মাসুদ রানা,  আপনার মতামতের জন্য ধন্যবাদ। 

এই প্রশ্নটির উত্তর দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

28,156 টি প্রশ্ন

29,682 টি উত্তর

3,147 টি মন্তব্য

3,919 জন সদস্য



আস্ক প্রশ্ন এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে কমিউনিটির এই প্ল্যাটফর্মের সদস্যের মাধ্যমে আপনার প্রশ্নের উত্তর বা সমস্যার সমাধান পেতে পারেন এবং আপনি অন্য জনের প্রশ্নের উত্তর বা সমস্যার সমাধান দিতে পারবেন। মূলত এটি বাংলা ভাষাভাষীদের জন্য একটি প্রশ্নোত্তর ভিত্তিক কমিউনিটি। বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি অনলাইনে উন্মুক্ত তথ্যভান্ডার গড়ে তোলা আমাদের লক্ষ্য।

  1. ratna

    50 পয়েন্ট

    0 উত্তর

    0 প্রশ্ন

  2. আবু উবাইদাহ

    50 পয়েন্ট

    0 উত্তর

    0 প্রশ্ন

  3. Apon

    50 পয়েন্ট

    0 উত্তর

    0 প্রশ্ন

  4. সালেহ

    50 পয়েন্ট

    0 উত্তর

    0 প্রশ্ন

  5. আল-আমিন সরকার

    50 পয়েন্ট

    0 উত্তর

    0 প্রশ্ন

শীর্ষ বিশেষ সদস্য

...