গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখতে হলে প্রথমত আপনাকে প্রচুর ধৈর্য ধরতে হবে । ভালোভাবে গ্রাফিক্স ডিজাইন শিখতে চাইলে কোন ট্রেনিং সেন্টারে কোর্স করতে পারেন । এতে আপনার পক্ষে বিষয়টা একটু সহজ হবে তবে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হবে। আর যদি আপনি নেট ঘেটে বিভিন্ন টিউটোরিয়েল পড়ে শিখতে চান তবেও সম্ভব এর জন্য আপনাকে ইংরেজিতে দক্ষ হতে হবে কারন এগুলোর টিউটোরিয়েল ইংরেজিতেই বেশি পরিমাণে থাকে । যদি ইংরেজি না পারেন তবে দেরি না করে, এখন থেকেই ইংরেজি শেখা শুরু করে দিন । গ্রাফিক্স ডিজাইন শেখার নেটে প্রচুর ইংরেজি টিউটোরিয়াল পাবেন । কিন্তু যদি আপনি গ্রাফিক্স ডিজাইনের কিছু না পারেন তাহলে
http://Psd.Tutsplus.com এই সাইটি থেকে শেখা শুরু করতে পারেন । তাছাড়াও ইউটিবে সার্চ করে অনেক ভিডিও টিউটোরিয়াল পাবেন । সেগুলো দেখাও শেখতে পারবেন তবে আপনাকে প্রচুর পরিশ্রম, ধৈর্য, সময় ব্যয় করতে হবে এর পিছনে । তাহলে দেরি না করে এক্ষুনি শুরু করে দিন।