একজন সফল ইউটিউবার হতে হলে ১৪টি টিপশ উচিতঃ
১। বেসিক অফ ইউটিউব ফর বিগেনার
২। কিভাবে শুরু করবেন ?
৩। কিভাবে একটি প্রফেশনাল YouTube চ্যানেল খুলবেন।
৪। কিভাবে Hosted Google #AdSense একাউন্ট খুলবেন।
৫। YouTube ও Google AdSense সম্পর্কে পূর্ণ ধারনা।
৬। কিভাবে আপনার YouTube চ্যানেলের সাথে AdSense একাউন্ট অ্যাড করবেন ?
৭। কিভাবে একের অধিক চ্যানেলে কাজ করবেন।
৮। কিভাবে একটি প্রফেশনাল মানের ভিডিও টিটটোরিয়াল বানাবেন।
৯। কিভাবে ভিডিও এডিটিং করবেন (ভিডিও Intro এবং OutTro)
১০। কিভাবে YouTube এ ভিডিও আপলোড করবেন এবং ভিডিও মোনিটাইজ করবেন।
১১। কোন ভিডিও নিয়ে কাজ করলে দ্রুত সফল হবেন।
১২। কিভাবে কপিরাইট ভিডিও নিয়ে কাজ করে সফল হবেন।
১৩। কিভাবে YouTube ভিডিও SEO করবেন।
১৪। কিভাবে ভিডিওর ট্যাগ রিচার্জ করবেন।
১৫। কিভাবে ভিডিওর #View বাড়াবেন।
১৬। কিভাবে Social Media Marketing করে বিদেশী Visitor Collect করবেন।
১৭। কিভাবে অতি দ্রুত আপনার চ্যানেলে #Subscriber বাড়াবেন।
১৮। কিভাবে আপনার চ্যানেল টি খুব সুন্দর ভাবে কাস্টমাইজ করবেন।
১৯। কিভাবে আপনার AdSense একাউন্ট টি সঠিক ভাবে Setting করবেন।
২০। কিভাবে পিন ভেরিফিকেশন করবেন।
২১। কিভাবে ব্যাংক একাউন্ট অ্যাড করবেন।
২২। কিভাবে ডলার/টাকা Withdraw করবেন বা হাতে পাবেন।
২৩। ভিডিও র্যাঙ্ক করার জন্য বিভিন্ন সফটওয়ার কিভাবে ব্যবহার করবেন।
২৪। স্লাইড শো ও অন্যান্য ভিডিও এডিটিং এর কিছু সিক্রেট ট্রিক্স।
২৫। MCN(Multi Channel Network) সম্পর্কে সঠিক ধারণা।
এই বিষয় গুলা জানলে আপনি একজন সফল ইউটিউবার হতে পারবেন। আর একজন সফল ইউটিউবার বলতে বোঝায় যার মাসিক ইনকাম কমপক্ষে ১৫০০-২০০০ ডলার। ইউটিউবার হওয়া বা ইউটিউব থেকে এরকম ইনকাম করা কোনো স্বপ্ন না। সারা পৃথিবীতে লাখ লাখ ইউটিউবার আছে যারা এভাবেই ইনকাম করে থাকে। ফ্রিল্যান্সিং সাইটে সব থেকে বেশী ফ্রিল্যান্সার এখন ইউটিউবার এবং সব থেকে বেশী ইনকাম ও ইউটিউবারদের। আবার সব থেকে কাজও কম করা লাগে ইউটিউবার হতে গেলে। এখন আপনি ই ভাবুন আপনি কি ইউটিউবার হবেন নাকি আপওয়ার্ক বা ফাইবার এ কাজ পাওয়ার জন্য যুদ্ধ করবেন?
বর্তমানে বাংলাদেশে কয়েক লাখ ইউটিউবার আছে যারা মাসিক মিনিমাম ১০০০-১৫০০ ডলার ইনকাম করে অনায়াসে।একজন ইউটিউবার হতে গেলে ওয়েব ডেভলপমেন্ট বা গ্রাফিক্স ডিজাইনের মত এত বেশী কিছু শেখা লাগে না। আপনি উপরের ট্রিক্স গুলা ১০-১৫ দিনের ভিতরে কমপ্লিট করে কাজে লেগে যেতে পারবেন। আর ২য় মাস থেকে খুব ভালো ইনকাম করতে পারবেন। তো শুরু হয়ে যাক একজন ইউটিউবার হিসেবে আপনাদের পথচলা আর ছুয়ে ফেলুন আপনার কাঙ্ক্ষিত স্বপ্ন