১। বল এবং বোলারের দিকে দৃষ্টি রাখা,
২। বলের ধরণ এবং গতি পর্যবেক্ষণ করা দু একটা বল খেলে টেষ্ট করে ,
৩। স্টাম্প বরাবর আসা বল গুলো ছোট্ট শট খেলে রান বের করা,হিট করার চেষ্টা করলে টাইমিং না মিললে আউট হওয়ার সম্ভবনা বেশি আর স্টাম্প এর বাইরের বল গুলো জোরে হিট করা টাইমিং মিললে বাউন্ডারি আর না মিললে কিপার এর কাছে।
৪। ওভারের যে বল স্লো সেই বল কেই দেখে শুনে হিট করা এতে টাইমিং মিলানো যায়।
৫। ব্যাটিং করার সময় এক জায়গায় দাড়িয়ে ব্যাটিং করলে টাইমিং মিলানো যায় না দু এক পা আগে পিছে খেলতে হয়,
৬। টাইমিং মিলানোর জন্য ব্যাটকে ভিবিন্ন ভঙ্গিতে বলের উপর পরিচালনা করা
উপোরক্ত পন্থা গুলো মনে রাখবেন, বেশি বেশি প্যাকটিজ করুন তাহলে টাইমিং মিলানো আয়াত্তে চলে আসবে।