তাওবা শব্দের অর্থ রুজু করা,প্রত্যাবর্তণ কারা।
অর্থাৎ, নিজের গুণাহের কারণে লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থণার মাধ্যমে আল্লাহর নিকট ফিরে আসা এবং ভবিষ্যতে আর কোনো অন্যায় না করার অঙ্গিকারের নামই তাওবা।
কামরুল হাসান ফরহাদ, সমন্বয়ক হিসেবে অন্তর্ভুক্ত আছেন আস্ক প্রশ্ন ডট কমের সাথে। নিজের সমস্যার সমাধানের পন্থা নিজেই খুঁজে বের করে সামনের দিকে এগিয়ে যেতে ভালোবাসেন। প্রশ্ন অ্যানসারকে ভালোবেসে নিয়েছেন নিজে জানার ও অপরকে জানানোর জন্য।