আস্ক প্রশ্নে আপনাকে স্বাগতম ! এটি একটি প্রশ্নোত্তর ভিত্তিক কমিউনিটি। এই সাইট সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ...
907 বার প্রদর্শিত
"অভিযোগ এবং অনুরোধ" বিভাগে করেছেন (10,126 পয়েন্ট) 377 2734 3127
করেছেন (7,799 পয়েন্ট) 1009 2971 3067
উত্তরগুলি লুকানো যথোপযুক্ত।এটা নিজে থেকে বুঝতে চেষ্টা করুন।
করেছেন (10,126 পয়েন্ট) 377 2734 3127
আপনি আবার বক বক করতেছেন,এটা একান্ত প্রশাসক কে দেখার জন্য লিংকগুলি দিছি। আপনি আমার বিষয়ে নাক না গলালে ভাল লাগেনা তাই না। গতকাল তো আমার ২০ মত প্রশ্ন লুকায়িত করে দিয়েছেন এখন বুঝ দিচ্ছেন।
করেছেন (7,799 পয়েন্ট) 1009 2971 3067
ওগুলো কোনো প্রশ্নই নয়।৪৫টার বেশি ডাউনভোট দিয়েছেন।ওগুলো তুলে নিন।
করেছেন (10,126 পয়েন্ট) 377 2734 3127
ডাউনভোটের উত্তরগুলি প্রশাসকে দিন তারপর জানতে পারবেন কে ডাউনভোট দিয়েছে কি কারণে দিয়েছে।

2 উত্তর

0 পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন (1,972 পয়েন্ট) 33 100 141

উত্তরগুলো সম্পাদনা করে দিয়েছি।

আশা করি, ভুলগুলো কোথায় ছিল বুঝে নিবেন।

১ম উত্তরটা শর্ট এবং তথ্যসূত্র ছাড়া দিয়েছেন। সেটাও সম্পাদনা করে রেফারেন্স দিয়েছি।

২ম উত্তরটা তথ্য ভুল। কারণ- এখানে ৬ মাস না, ৮ মাস হবে।প্রশ্নকারী তথ্যসূত্র চেয়েছিলেন। কিন্তু, তথ্যসূত্র দেখাতে পারেন নি। সম্পাদনা করে রেফারেন্স দিয়েছি।

৩য় প্রশ্নটি কোন উত্তর নেই।

সো, তা মন্তব্য করতে পারতেন। কিন্তু, আপনি তা না করে পয়েন্ট লাভের আশায় অযথা উত্তর দিয়েছেন।

৪র্থ প্রশ্নটি ছিল - "সারা বিশ্বে কতটি রাস্তা আছে?"

এর কোন উত্তর নেই। কারণ - প্রতিনিয়ত পৃথিবীর কোথায়ও না কোথায় নতুন রাস্তা তৈরি হয়।

আপনি " সাধারণ জ্ঞান " বিভাগের বিশেষজ্ঞ হিসেবে আপনার উচিৎ ছিল প্রশ্নটি লুকানোর। কিন্তু, আপনি পয়েন্ট লাভের আশায় ঐ প্রশ্নের উত্তর দিয়েছেন।


সর্তক বার্তা :

আপনি সাম্প্রতিক সাইটে যা শুরু করেছেন তাতে অন্যান্য ব্যবহারকারীদের কাছে বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে। আপনার পিছনে অন্য ইউজার কেন লেগে থাকবে!!

আপনি সাম্প্রতিক যে ধরনের উত্তর দিতে যাচ্ছেন তা নীতিমালারর বাহিরে। আপনি ১০ লাইনের উত্তর ১ লাইনে দিয়ে যাচ্ছেন। যা প্রশ্নকারী নিকট সন্তুষ্টজনক নয়।

( https://www.proshn.com/terms ) নীতিমালায় পরিষ্কারভাবে বলা আছে -

" ২. প্রশ্ন অ্যানসারস- এর একজন সদস্য হিসেবে প্রথমেই মনে রাখতে হবে, প্রশ্ন অ্যানসারস হলো একটি সমস্যা সমাধানমূলক ওয়েবসাইট। সেক্ষেত্র কোনো প্রশ্নের উত্তর প্রদান করলে নির্ভুল, সুপ্রযুক্ত, মানসম্মত, যথোপযুক্ত ও তথ্যবহুল উত্তর দিয়ে সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করুন। আংশিক, অসম্পূর্ণ, যুক্তিহীন, অযৌক্তিক উত্তর প্রদান করা থেকে বিরত থাকা। "

নীতিমালায় এটাও বলা আছে,  

"৫. প্রতিটি সদস্যের সাথে মার্জিত ভাষায় কথাবার্তা বলা। কোনো সদস্যকেই তুমি বলে সম্বোধন করবেন না। প্রতিটি সদস্যকে আপনি করে সম্বোধন করা। কোনো সদস্যকে অপমানিত বা ছোট করা হবে এমন ভাষা ব্যবহার করে সম্বোধন করা থেকে বিরত থাকা।"

কিন্তু, আপনি নীতিমালা মানছেন না। প্রশাসন প্যানেল থেকে এমন কোন প্রশ্ন-উত্তর লুকায় না যা নীতিমালার বাহিরে।

আপনাকে এর আগে অনেকবার সর্তক করা হয়েছিল। কিন্তু, আপনি মানছেন না।

এই সর্তক বার্তার পরে যদি নীতিমালার বাহিরে যান, তাহলে আপনার একাউন্ট চিরতরে ব্লক হতে পারে। 


Md. Mizan প্রশ্ন ডট কম এর প্রতিষ্ঠাতা। মানুষের সমস্যা সমাধানের উদ্দেশ্যেকে লক্ষ্য করেই ২০১৭ সালে প্রশ্ন অ্যানসারস প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি একজন ডিপ্লোমা কম্পিউটার ইন ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত আছেন।
0 পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন (1,839 পয়েন্ট) 50 224 261
সম্পাদিত করেছেন


http://www.proshn.com/24685/ 

যেহেতু প্রশ্নে উনি জানতে চেয়েছেন বাংলাদেশ বিমানের স্লোগান কি? বাংলাদেশ বিমান হলো বেসামরিক বিমান সংস্থার নাম। এর স্লোগান "আকাশে শান্তির নীড়" আপনি বাংলাদেশ এয়ার ফোর্স/ বিমান বাহিনির স্লোগান লিখেছেন। 

http://www.proshn.com/31578/

পরিবেশ অধিদফতর এর কাছে এর একটা হিসাব আছে। বে হিসেবে অনেক আছে। আপনি সরকারি হিসাব অনুযায়ী বলবেন। 

এব্যপারে আপনার কোন ধারনাই নাই তবুও আন্দাজে উত্তর দিয়েছেন।

বর্তমানে ইটভাটার সংখ্যা প্রায় ৯৭০০টি agricare24.com

বাকি গুলোর উত্তর প্রশাসক  দিয়েছেন। আমি শুধুমাত্র কয়েকটি উত্তর দেখেছি। আপনার অনেক উত্তর মানহীন, মনগড়া,খামখেয়ালি। উত্তররের ব্যপারে সতর্ক হোন। না পারলে উত্তর দিবেন না। আপনাকে সতর্ক করা হচ্ছে।ক্রমান্বয়ে এমন আচরণ বজায় রাখলে আপনার বিশেষজ্ঞ পদ প্রত্যাহার করা হবে।

-ধন্যবাদ 


করেছেন (10,126 পয়েন্ট) 377 2734 3127
বিশেষ সদস্যের পদ আছে কোথায় পারলে দুটো ও তুলে নিন।
করেছেন (1,972 পয়েন্ট) 33 100 141

@সাজ্জাদ যায়েদ

আমরা কখনোই চাইবো না একটা ইউজার আমাদের সাইট থেকে কষ্ট পেয়ে চলে যাক বা পদ বাতিল করে তাকে অপমানিত করা।

আমরা আপনার ভুলগুলো ধরিয়ে দিচ্ছি একারণে যেন, আপনি আপনার ভুলগুলো কোথায় তা বুঝতে পারেন।

আপনি একটু একাকীত্বভাবে চিন্তা-ভাবনা করেন। আশা করি, আপনার ভুল আপনি নিজেই বুঝতে পারবেন। 

করেছেন (10,126 পয়েন্ট) 377 2734 3127
মিজান ভাই আগ্রহ হারিয়ে ফেলেছি আর ইচ্ছা করে একটিভ হতে। কি করব লেগে আছে কোন কারণ ছাড়া উত্তর লুকায়িত করছে,প্রশ্ন লুকায়িত করছে।
করেছেন (10,126 পয়েন্ট) 377 2734 3127
আমাদের গ্রামে একটা প্রবাদ আছে "নেতার চাইতে লাওয়া গরম"আপনি প্রসাশক হয়ে ব্লক করা কথা বলেননি অথচ শামিম,মেজবাহ, বলে আপনাকে ব্লক করে দিব।
করেছেন (1,972 পয়েন্ট) 33 100 141

আবারও তো সেই একই কথা - "কোন কারণ ছাড়া উত্তর বা প্রশ্ন লুকাচ্ছে। এখানে উত্তর দিয়ে প্রমাণ তো করেই দিলাম, ভুল কোথায় ছিল।

কই?? 

আপনার ভালো উত্তর গুলো লুকাচ্ছি না কেন!!

মনে রাখবেন, প্রতিটা প্রশ্নোত্তর - এর জন্যই আমাদের এই সাইট।

একটা প্রশ্ন বা উত্তর লুকালে আমাদের লাভ নেই। বরং, ক্ষতি।

তবে, এমন কিছু প্রশ্ন বা উত্তর থাকে তা আমাদের লুকাতে বাধ্য করে নীতিমালা। 


আর উনারা ব্লকের কথা দিয়ে আপনাকে বুঝানোর প্রেসার দিয়েছে।

করেছেন (10,126 পয়েন্ট) 377 2734 3127
ব্লকের কথা বলে প্রেসার দিয়েছে কিন্তু এটা মনে রাখা উচিত ব্লকের কথা বললে তার মাথায় অন্য রকম চিন্তা ভাবনা আসতে পারে। আমি বলতে চাইছি যদি প্রশ্ন বা উত্তরে ক্রুটি থাকে তাহলে মন্তব্য কারণটা জানিয়ে দেওয়া উচিত নয় কি?কিন্তু তারা তো কোন কারণ না দেখিয়ে শেষ করে দেয়।
করেছেন (1,972 পয়েন্ট) 33 100 141

এ বিষয়টা admin panel - এ বলা হয়েছে।

& সকল এডমিনককে সর্তক করা হয়েছে।

আর হ্যা, আপনি যদি মনে করেন কেউ আপনার প্রশ্ন বা উত্তর অযথা লুকিয়েছে তাহলে কারো সাথে তর্ক না করে সরাসরি আমাকে বার্তায় ঐ প্রশ্ন বা উত্তর - এর লিংক দিবেন।

আমি নিজেই আপনার পক্ষ থেকে ঐ প্রশ্ন বা উত্তর দেখব।


সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

1 উত্তর
03 সেপ্টেম্বর 2019 "অভিযোগ এবং অনুরোধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন অজ্ঞাতকুলশীল
1 উত্তর
05 এপ্রিল 2018 "অভিযোগ এবং অনুরোধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Munir Hasan (-183 পয়েন্ট) 52 259 273
2 টি উত্তর
0 টি উত্তর

28,156 টি প্রশ্ন

29,682 টি উত্তর

3,147 টি মন্তব্য

3,919 জন সদস্য



আস্ক প্রশ্ন এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে কমিউনিটির এই প্ল্যাটফর্মের সদস্যের মাধ্যমে আপনার প্রশ্নের উত্তর বা সমস্যার সমাধান পেতে পারেন এবং আপনি অন্য জনের প্রশ্নের উত্তর বা সমস্যার সমাধান দিতে পারবেন। মূলত এটি বাংলা ভাষাভাষীদের জন্য একটি প্রশ্নোত্তর ভিত্তিক কমিউনিটি। বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি অনলাইনে উন্মুক্ত তথ্যভান্ডার গড়ে তোলা আমাদের লক্ষ্য।

  1. ratna

    50 পয়েন্ট

    0 উত্তর

    0 প্রশ্ন

  2. আবু উবাইদাহ

    50 পয়েন্ট

    0 উত্তর

    0 প্রশ্ন

  3. Apon

    50 পয়েন্ট

    0 উত্তর

    0 প্রশ্ন

  4. সালেহ

    50 পয়েন্ট

    0 উত্তর

    0 প্রশ্ন

  5. আল-আমিন সরকার

    50 পয়েন্ট

    0 উত্তর

    0 প্রশ্ন

শীর্ষ বিশেষ সদস্য

...