২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিদ্রোহের প্রায় দুই বছর পর এ বাহিনীর নাম বদলে ফেলা হয়, যে বিদ্রোহে তখনকার মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ বিডিআরে কর্মরত অর্ধশতাধিক সেনা কর্মকর্তা নিহত হন।
২১৮ বছর আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে ‘রামগড় লোকাল ব্যাটালিয়ন’ নামে এই বাহিনী যাত্রা শুরু করেছিল।
এই বাহিনীর সর্বশেষ নাম পরিবর্তনের আগে ২০১০ সালের ৮ ডিসেম্বর ‘বর্ডার গার্ডস বাংলাদেশ বিল-২০১০’ জাতীয় সংসদে পাস হয়। ২০ ডিসেম্বর তখনকার রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বিলে সই করেন।
রাষ্ট্রপতির সই করার পরই সীমান্ত রক্ষী বাহিনীকে বিজিবি লিখতে শুরু করে বিভিন্ন সংবাদপত্র। তবে নতুন পতাকা উত্তোলন এবং মনোগ্রাম উন্মোচন হয় ২০১১ সালের ২৩ জানুয়ারি, যে দিন থেকে দাপ্তরিকভাবে বিজিবির নতুন পথ চলার দিন গণনা শুরু হয়।