আবেগ হল অনুভূতির এক বিশেষ
রূপ বা ধরন। আবেগকে অনুভূতির এক জটিল রূপ
বলে
আখ্যায়িত করা যায়। আবেগ-বিশেস্নষণে দেখা যায়
এর
উদ্ভব ঘটে কোনভাব বা ধারণার দ্বারা। বস্তু
প্রত্যক্ষণ
করার পর বস্তুটির একটা ভাব বা ধারণা মনে
জাগরিত হয়
এবং সেই ধারণাটিই আবেগের সঞ্চার করে। আবেগে
অনুভূতির এক বিশেষ রূপ প্রকাশ পায় আবেগে:
যেমন, ভয়-
ভীতি, ক্রোধ-হিংসা ইত্যাদি। ভয় হিংসা ক্রোধের
প্রভাবে
মনে আবেগের সৃষ্টি হয় এবং এর বহিঃপ্রকাশ ঘটে।
শারীরিক
বা দৈহিক অবস্থা সাধারণত: মেজাজ সৃষ্টি করে।