আগেই বলে নিচ্ছি ভাই রেফারেন্স দিতে পারবোনা।আপনি নিশ্চয় জানেন ইসলামে মহরুম ব্যক্তিবাদে কেউ স্ত্রী লোকের চেহারা দেখতে পারবেনা। বিবাহ করলে এব্যাপারে লোক জাহরি করা হয় ফলে কবিরা গুনাহ হবে। তাছাড়াও আরো কাহিনী আছে.. তাই এসব দুম দামাকা না বাজিয়ে বিবাহ না করাই better.