আস্ক প্রশ্নে আপনাকে স্বাগতম ! এটি একটি প্রশ্নোত্তর ভিত্তিক কমিউনিটি। এই সাইট সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ...
356 বার প্রদর্শিত
"সরকারি বিশ্ববিদ্যালয়" বিভাগে করেছেন (113 পয়েন্ট) 57 243 252

1 উত্তর

0 পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন (1,496 পয়েন্ট) 14 32 43

বাংলাদেশ ইউনিভার্সিটি একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়। ২০০১ সালে এটি প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টি সম্পূর্ণ অলাভজনক এবং অরাজনৈতিক। ঢাকা শহরের প্রাণকেন্দ্র মোহাম্মদপুরে বিশ্ববিদ্যালয়টি অবস্থিত। এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ের উপর আন্ডারগ্রাজুয়েট এবং গ্রাজুয়েট প্রোগ্রাম পরিচালিত হয়ে থাকে।

 

ঠিকানা ও অবস্থান

বাংলাদেশ ইউনিভার্সিটি

ক্যাম্পাস ১

ক্যাম্পাস ২

১৫/১, ইকবাল রোড, মোহাম্মদপুর,

ঢাকা ১২০৭।

ফোন: ৯১৩৬০৬১, ৮১১৭৯৫১

মোবাইল: ০১৭১৭-৫৭৯২৭৮

ফ্যাক্স: ৯১১৯৫৫৫

১৫/১ আসাদ এভিনিউ, মোহাম্মদপুর,

ঢাকা ১২০৭।

ফোন: ৯১৩৬০৬১, ৮১১৭৯৫১

মোবাইল: ০১৭১৭-৫৭৯২৭৮

ফ্যাক্স: ৯১১৯৫৫৫

ওয়েব: www.bu.edu.bd

 

 

 

বৈশিষ্ট্য এবং সুবিধা

লাইব্রেরী

মহিলা হোস্টেল

অডিটোরিয়াম

ক্যাফেটেরিয়া

সাইবার ক্যাফে

ল্যাবরেটরী

স্টাডি ট্যূর

বিতর্ক প্রতিযোগীতা

সিকিউরিটি সার্ভিস

ল্যাঙ্গুয়েজ ক্লাব

 

অনুষদ, বিভাগ এবং  পরিচালিত প্রোগ্রামগুলো

সাইন্স, ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি অনুষদ

ক্রমিক নং

বিভাগ

প্রোগ্রাম

০১.

ডিপার্টমেন্ট অব সিএসই

  • বিএসসি ইন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
  • মাস্টার ইন কম্পিউটার এপ্লিকেশন

০২.

ডিপার্টমেন্ট অব ফার্মেসী

ব্যাচেলর ইন ফার্মেসী

০৩.

ডিপার্টমেন্ট অব ম্যাথমেটিক্স

বিএসসি অনার্স ইন ম্যাথমেটিক্স

০৪.

ডিপার্টমেন্ট অব আর্কিটেকচার

ব্যাচেলর ইন আর্কিটেকচার

০৫.

ডিপার্টমেন্ট অব ইইই

বিএসসি ইন ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং

০৬.

ডিপার্টমেন্ট অব ইনভায়রনমেন্টাল সাইন্স

বিএসসি অনার্স ইন ইনভায়রনমেন্টাল সাইন্স

০৭.

ডিপার্টমেন্ট অব মাইক্রোবায়োলজি

বিএসসি ইন অনার্স মাইক্রোবায়োলজি

০৮.

ডিপার্টমেন্ট অব বায়োটেকনোলজি

বিএসসি অনার্স ইন বায়োটেকনোলজি

 

বিজনেস স্টাডিজ অনুষদ

ক্রমিক নং

বিভাগ

প্রোগ্রাম

০১.

ডিপার্টমেন্ট অব বিজনেস এডমিনিস্ট্রেশন

  • ব্যাচেল অব বিজনেস এডমিনিস্ট্রেশন (বিবিএ)
  • মাস্টার অব বিজনেস এডমিনিস্ট্রেশন (এমবিএ) রেগুলার
  • মাস্টার অব বিজনেস এডমিনিস্ট্রেশন (এমবিএ) এক্সিকিউটিভ

 

আর্টস, সোস্যাল সাইন্স এন্ড আইন অনুষদ

ক্রমিক নং

বিভাগ

প্রোগ্রাম

০১.

ডিপার্টমেন্ট অব ইংলিশ

  • বিএ অনার্স ইন ইংলিশ লিটারেচার
  • বিএ অনার্স ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ
  • এমএ ইন ইংলিশ

০২.

ডিপার্টমেন্ট অব ল

  • এলএলবি অনার্স
  • এলএলবি পাস
  • এলএলএম

০৩.

ডিপার্টমেন্ট অব সোস্যালজি

  • বিবিএস অনার্স ইন সোস্যালজি

০৪.

ডিপার্টমেন্ট অব ইকোনমিক্স

  • বিবিএস অনার্স ইকোনমিক্স

০৫.

ডিপার্টমেন্ট অব পাবলিক এডমিনিস্ট্রেশন

  • বিএ অনার্স ইন পাবলিক এডমিনিস্ট্রেশন

০৬.

ডিপার্টমেন্ট অব এডুকেশন

  • ব্যাচেলর অব এডুকেশন

 

ভর্তি তথ্য

  • ভর্তি পরীক্ষার পূর্বে Admission অফিস থেকে ৫০০ টাকার বিনিময়ে আবেদনপত্র সংগ্রহ করার পর তা পূরণ করে অফিসে জমা দিতে হবে অথবা Online থেকে আবেদনপত্র সংগ্রহ করে ৪০০ টাকার বিনিময়ে অফিসে জমা দিতে হবে।
  • পরীক্ষার পর উত্তীর্ণ প্রার্থীরা Admission অফিসে যোগাযোগ করতে হবে। ভর্তির জন্য সঙ্গে আনতে হবে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মার্কসীটের সত্যায়িত ফটোকপি, সত্যায়িত ২ কপি স্ট্যাম্প সাইজ ছবি এবং সত্যায়িত ৪ কপি পাসপোর্ট সাইজ ছবি। ভর্তির খরচ ১০,০০০ টাকা ।

ভর্তি এবং অনুসন্ধান কেন্দ্র

১৫/১, ইকবাল রোড, মোহাম্মদপুর, ঢাকা ১২০৭

ফোন: ৯১৩৬০৬১, ৮১১৭৯৫১ মোবাইল: ০১৭১৭৫৭৯২৭৮

 

ভর্তি যোগ্যতা

আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রাম

  • ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি হতে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ লাগে ৫.০০। তন্মধ্যে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ ২.৫ পেতে হয় এবং এইচএসসি পরীক্ষায় ম্যাথ সহ জিপিএ ২.৫ পেতে হয়। অথবা ও লেভেল পরীক্ষায় ৫টি বিষয়সহ এবং এ লেভেল পরীক্ষায় ম্যাথ এবং ২টি বিষয়সহ গ্রেড এ, বি, সি এবং ডি পেতে হয়। ডি গ্রেডের নিচে প্রাপ্ত গ্রেড নম্বর অযোগ্য বলে বিবেচিত হয়।
  • বিজনেস এডমিনিস্ট্রেশন/সাইন্স/আর্কিটেকচার বিষয়ে ভর্তি হতে এসএসসি এবং এইচএসসিতে মোট জিপিএ ৫ পেতে হয় (ম্যাথসহ)।অথবা ও লেভেল পরীক্ষায় ৫টি বিষয়সহ এবং এ লেভেল পরীক্ষায় ম্যাথ এবং ২টি বিষয়সহ গ্রেড এ, বি, সি এবং ডি পেতে হয়। ডি গ্রেডের নিচে প্রাপ্ত গ্রেড নম্বর অযোগ্য বলে বিবেচিত হয়।
  • আর্টস এন্ড সোস্যাল সাইন্স বিষয়ে ভর্তি হতে এসএসসি এবং এইচএসসিতে মোট জিপিএ ৫ পেতে হয়।অথবা ও লেভেল পরীক্ষায় ৫টি বিষয়সহ এবং এ লেভেল পরীক্ষায় ২টি বিষয়সহ গ্রেড এ, বি, সি এবং ডি পেতে হয়। ডি গ্রেডের নিচে প্রাপ্ত গ্রেড নম্বর অযোগ্য বলে বিবেচিত হয়।

গ্রাজুয়েট প্রোগ্রাম

  • এমবিএ: যেকোন বিষয়ে ব্যাচেলর ডিগ্রী কমপ্লিট হতে হয়। এসএসসি, এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ ৫.০০ (পৃথকভাবে ২.৫)এবং ব্যাচেলর ডিগ্রী পরীক্ষায় সিজিপিএ ২.৫ পেতে হয়। অথবা ও লেভেল পরীক্ষায় ৫টি বিষয়সহ এবং এ লেভেল পরীক্ষায় ২টি বিষয়সহ গ্রেড এ, বি, সি এবং ডি পেতে হয়। ডি গ্রেডের নিচে প্রাপ্ত গ্রেড নম্বর অযোগ্য বলে বিবেচিত হয়। কোন পরীক্ষায় ৩য় বিভাগ গ্রহনযোগ্য হয়না।
  • এক্সিকিউটিভ এমবিএ: যেকোন বিষয়ে ব্যাচেলর ডিগ্রী কমপ্লিট হতে হয়। এসএসসি, এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ ৫.০০ (পৃথকভাবে ২.৫)এবং ব্যাচেলর ডিগ্রী পরীক্ষায় সিজিপিএ ২.৫ পেতে হয়। অথবা ও লেভেল পরীক্ষায় ৫টি বিষয়সহ এবং এ লেভেল পরীক্ষায় ২টি বিষয়সহ গ্রেড এ, বি, সি এবং ডি পেতে হয়। ডি গ্রেডের নিচে প্রাপ্ত গ্রেড নম্বর অযোগ্য বলে বিবেচিত হয়। ৩ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হয়। কোন পরীক্ষায় ৩য় বিভাগ গ্রহনযোগ্য হয়না।
  • এমএ ইন ইংলিশ: যেকোন বিষয়ে ব্যাচেলর ডিগ্রী কমপ্লিট হতে হয়। এসএসসি, এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ ৫.০০ (পৃথকভাবে ২.৫)এবং ব্যাচেলর ডিগ্রী পরীক্ষায় সিজিপিএ ২.৫ পেতে হয়। অথবা ও লেভেল পরীক্ষায় ৫টি বিষয়সহ এবং এ লেভেল পরীক্ষায় ২টি বিষয়সহ গ্রেড এ, বি, সি এবং ডি পেতে হয়। ডি গ্রেডের নিচে প্রাপ্ত গ্রেড নম্বর অযোগ্য বলে বিবেচিত হয়। কোন পরীক্ষায় ৩য় বিভাগ গ্রহনযোগ্য হয়না।

 

শিফট

এতে ৩টি ডির্পামেন্টের অধীনে ১৯ টি বিষয় রয়েছ। এটিতে “ডে” এবং “ইভিনিং” দুটি শিফট রয়েছে। অনার্সের জন্য “ডে” শিফটে ক্লাস হয়। মাস্টার্সের “ডে” এবং ”ইভিনিং” দুই শিফটেই ক্লাস হয়।

 

বৃত্তি তথ্য

জিপিএ ৫ প্রাপ্তরা ১০০%, জিপিএ ৪.৭৫ থেকে ৪.৯৯ প্রাপ্তরা ৫০%, জিপিএ ৪.৫০ থেকে ৪.৭৪ প্রাপ্তরা ২৫%, জিপিএ ৪.৪৯ প্রাপ্তরা ১৫% থেকে ৫০% বৃত্তি সুবিধা পাবে ১ বছরের জন্য। যাদের সিজিপিএ ন্যূনতম ৩.৭০ থাকবে তারা ৫০% থেকে ১০০% বৃত্তি সুবিধা পাবে।

 

খেলা-ধূলা  ক্লাব

এখানে ক্রিকেট, ফুটবল, দাবা, সাইবার গেমস ইত্যাদি খেলার টুর্নামেন্ট হয়ে থাকে। নিজস্ব কোন মাঠ নেই। সাধারনত মাঠ ভাড়া করে খেলা আয়োজন করা হয়।

এখানে মোট ৬টি ক্লাব রয়েছ। সদস্য পদ আহবান করা হলে ফর্মের মাধ্যমে সদস্য নেওয়া হয়।

 

লাইব্রেরী

লাইব্রেরী খোলা হয় সকাল ৮.৩০ টায় এবং বন্ধ হয় সন্ধ্যা ৭.৩০ টায়। লাইব্রেরী কার্ডধারীরা বই সংগ্রহ করতে পারবে এবং বাসায় নিয়ে যেতে পারবে। এখানে পাঠ্য বই ছাড়াও রয়েছে পত্রিকা, অভিসন্দর্ভ, রেফারেন্স বই, দুর্লভ বই এর সংগ্রহ। এখানে একসাথে ২৫ জন থেকে ৩০ জন ছাত্র-ছাত্রী বসে পড়তে পারে। লাইব্রেরী ভবন এডমিশন ভবনের তৃতীয় তলায় অবস্থিত। প্রায় ৩৫,০০০ হাজার বই এর সংগ্রহ রয়েছে এখানে।

 

নৈশ কোর্স

এখানে EMBA এর জন্য নৈশকালীন ব্যবস্থা রয়েছে। ভর্তির জন্য এডমিশন অফিসে যোগাযোগ করতে হবে। ভর্তির খরচ ১০,০০০ টাকা।

 

প্রশাসনিক ভবন ও স্থায়ী ক্যাম্পাস

প্রশাসনিক ভবন বিশ্ববিদ্যালয়ের মধ্যেই অবস্থিত। সকল প্রকার তথ্য প্রশাসনিক ভবন থেকেই সংগ্রহ করা যায়। এদের নিজস্ব কোন ক্যাম্পাস নেই।

 

সেমিষ্টার ফিক্লাস ও ফলাফল পদ্ধতি

প্রতি সেমিষ্টারের ফি গড়ে ২,০০০ টাকা। প্রতি ক্রেডিট ফি বিষয় অনুযায়ী গড়ে ২,৫০০ টাকা। এ ছাড়া ল্যাব ফি ৫০০ টাকা, লাইব্রেরী ফি ১,০০০ টাকা, স্টুডেন্ট একটিভিটি ফি ৪১৭ টাকা।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি উত্তর
1 উত্তর

28,156 টি প্রশ্ন

29,682 টি উত্তর

3,147 টি মন্তব্য

3,919 জন সদস্য



আস্ক প্রশ্ন এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে কমিউনিটির এই প্ল্যাটফর্মের সদস্যের মাধ্যমে আপনার প্রশ্নের উত্তর বা সমস্যার সমাধান পেতে পারেন এবং আপনি অন্য জনের প্রশ্নের উত্তর বা সমস্যার সমাধান দিতে পারবেন। মূলত এটি বাংলা ভাষাভাষীদের জন্য একটি প্রশ্নোত্তর ভিত্তিক কমিউনিটি। বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি অনলাইনে উন্মুক্ত তথ্যভান্ডার গড়ে তোলা আমাদের লক্ষ্য।

  1. ratna

    50 পয়েন্ট

    0 উত্তর

    0 প্রশ্ন

  2. আবু উবাইদাহ

    50 পয়েন্ট

    0 উত্তর

    0 প্রশ্ন

  3. Apon

    50 পয়েন্ট

    0 উত্তর

    0 প্রশ্ন

  4. সালেহ

    50 পয়েন্ট

    0 উত্তর

    0 প্রশ্ন

  5. আল-আমিন সরকার

    50 পয়েন্ট

    0 উত্তর

    0 প্রশ্ন

শীর্ষ বিশেষ সদস্য

...