ইহুদি বলা হয় তাদেরকেই, যারা একটি বিশেষ ধর্ম মতে আস্থাশীল অথবা এই বিশেষ ধর্ম মতে আস্থাশীল সমাজের অন্তর্গত। ইসরাইলের রাষ্ট্রধর্ম হলো ইহুদি। ইহুদি জাতীয়তাবাদ ইহুদি ধর্মভিত্তিক। এ ক্ষেত্রে রাজনৈতিক জাতীয়তাবাদ আর ধর্মীয় আবেগ একে অপরের সাথে সংযুক্ত। এদের পৃথক করে বিচার করা যায় না। ইহুদিদের প্রধান নবী হলেন হজরত মূসা আঃ, যার কিতাব হলো তাওরাত। ইহুদিরা এক আল্লাহতে বিশ্বাস করে, যাকে তারা বলে ‘ঈহুবা’। এর থেকে ইহুদি নামের উদ্ভব হয়েছে। ইহুদি বলতে বোঝায় ঈহুবাতে বিশ্বাসীদের। অবশ্য আদিতে ইহুদিদের মধ্যে কিছু ছোটখাটো দেবতাতেও বিশ্বাস ছিল। ঈহুবা ছিল সবার চেয়ে বড় দেবতা। পরে তিনি হয়ে ওঠেন একমাত্র উপাস্য।
আ ক ম আজাদ আস্ক প্রশ্ন ডটকমের সাথে আছেন সমন্বয়ক হিসাবে। বর্তমানে তিনি একজন শিক্ষক। আস্ক প্রশ্ন ডটকমকে বাছাই করে নিয়েছেন জ্ঞান আহরণ ও জ্ঞান বিতরণের মাধ্যম হিসাবে। ভবিষ্যতে একজন বক্তা ও লেখক হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। এই আশা পূর্ণতা পেতে সকলের নিকট দু'আপার্থী।