জ্বীন জাতি বাবা ইনসানের আদি পিতা আবুল জিন্নাত সামুম। হাদিস শরীফে বলা হয়েছে যে, আল্লাহতা’লা আবুল জিন্নাত সামুমকে (ইনসানের আদি পিতা আদমের ন্যায় জিন জাতির আদি পিতা) আগুনের শিখা দিয়ে তৈরি করার পর আল্লাহপাক বলেন, “তুমি কি চাও”। উত্তরে জিন্নাত সামুম বলে, “আমি ও আমার জাতির জন্যে তিনটি জিনিস চাই- প্রথমত. এ দুনিয়াতে যেন অদৃশ হয়ে থাকতে পারি, দ্বিতীয়ত. বৃদ্ধ হয়ে যেন আবার যুবক হয়ে মারা যাই এবং তৃতীয়ত. মারা গেলেও, এই ভুবনের মাঝে অদৃশ্য হয়ে যেতে পারি। আল্লাহ তায়ালা তার দাবি মঞ্জুর করে এবং দুনিয়াতে প্রেরণ করে।
Md. Masud Rana, অত্যন্ত সহজ সরল মনের মানুষ। জীবনে কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন রয়েছে। লক্ষ্যে পৌছানোর জন্যে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। ইচ্ছা রয়েছে ভালো মানুষ হওয়ার। নিজের জ্ঞানকে আরও সমৃদ্ধশালী করতে এবং অর্জিত জ্ঞান দ্বারা অন্যকে সমস্যার সমাধান দেওয়ার লক্ষ্যে আস্ক প্রশ্নকে বেছে নিয়েছেন নিত্য সঙ্গী হিসেবে।