ছবি আপলোড করার ক্ষেত্রেঃ আপনি যেখানে উত্তর দিবেন তার একটু উপরে লক্ষ্য করলে দেখবেন যে, image নামে একটি ছোট্ট বাটন আছে সেখানে ক্লিক করে একটি বক্স ওপেন হবে।এরপর Upload এ ক্লিক করুন। তারপর send it to server এ ক্লিক করে, ছবির আকার আকৃতি দিন।(৬০০ পিক্সেলের বেশী প্রস্থ দিবেন না।) তারপর OK বাটনে ক্লিক করুন।

গুগল থেকে নেওয়া ছবি যোগ করার ক্ষেত্রেঃ মনে করেন, আপনি ফেসবুকের একটি ছবি যোগ করতে চান। এক্ষেত্রে আপনাকে ঐ ছবির url বা link সংগ্রহ করতে হবে। এরপর তা উত্তরের যেখানে ব্যবহার করতে চান, সেখানে ঐ ছবির url বা link পেষ্ট করে দিবেন। তাহলে উত্তরে ছবি যোগ হয়ে যাবে।