কলকাতা আলিয়া মাদরাসা ১৭৮০ সালে গভর্নর
জেনারেল ওয়ারেন হেস্টিংসএটি প্রতিষ্ঠা করেন।।এ
মাদ্রাসা প্রতিষ্টার প্রধান উদ্দেশ্য ছিল ফারসি ও
আরবি ভাষায় এবং মুসলিম আইন (ফিকাহ্) শাস্ত্রে
শিক্ষিত ব্যক্তি তৈরি করা, যাদেরকে সরকারি
অফিসে ও বিচারালয়ে নিম্নপদে নিয়োগ করা যাবে।
বিশেষত মুসলিম আইনের ব্যাখ্যাকারী হিসেবে তারা
কাজ করতে পারবেন।