এটা আপেক্ষিক ব্যাপার তাই একদম সঠিক ভাবে বলা সম্ভব নয় । মায়ের মন সন্তানের ব্যাপারে আগে থেকেই বুঝতে পারে কথাটা পুরোপুরি সঠিক নয় । ধরুন, আপনি গত কাল কলেজের কোন ছেলের সাথে মারামারি করে আসলেন কিন্তু ছেলেটা অনেক ক্ষমতাবান আপনাকে সে আগামী কাল মারবে । আপনার মা এটা অনুমান করে আগামী কাল আপনাকে কলেজে যেতে নিষিদ্ধ করল কিন্তু আপনে গেলেন এবং ওই ছেলেটা আপনাকে মারল তাহলে আপনার মা কি আপনার মন পূর্ব থেকেই বুঝে ছিলেন? কিন্তু আপনি আগামী কাল কলেজে গেলেন কিন্তু ওই ছেলেটা আপনাকে মারলনা তাহলে কি আপনার মায়ের মন বুঝাটা আনুমাণিক নয়। তাই এগুলোর সঠিক সংজ্ঞা দেওয়া যায় না।