প্রোগ্রামিং শেখা অনেক কষ্টের কাজ। চেষ্টা না
থাকলে এই জিনিস শিখতে পারবেন না। প্রোগ্রামিং
শুরু করতে চাইলে আগে প্রোগ্রামিং এর ভাষা
সম্পর্কে জানুন। তারপর ধীরে ধীরে শেখা শুরু
করেন। অনেকে আপনাকে C প্রোগ্রামিং দিয়ে শুরু
করতে বলবে। কিন্তু আমি মনে করি আপনি পাইথন
দিয়ে শুরু করলে ভাল হবে। C তে আপনার
প্রোগ্রামিং কোড একটা ভুল হলেই আপনাকে
output দেখাবে না। কিন্ত পাইথন দেখাবে।
আমার মনে হয় আপনার পাইথন দিয়েই প্রোগ্রামিং
শুরু করা উচিত।