আপনি আর দেরি না করে ভাল একজন হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ মতে ঔষধ সেবন করুন। তাহলে আশা করা যায়, আপনার এই সমস্যা থেকে দ্রুত মুক্তি পাবে। টাকা খুব বেশী লাগবে না। ডাক্তার ভেদে ও ঔষধ কিপরিমান লাগবে তার উপর নির্ভর করে কত টাকা খরচ হবে। তবে আপনাকে একটা ধারণা দেই আপনার প্রতি মাসে আনুমানিক ৬০০ - ১০০০ টাকা লাগতে পারে এবং আপনার এই রোগ সম্পূর্ণ আরোগ্য হতে ৩ - ৬ মাস লাগতে পারে।
Md. Mizan প্রশ্ন ডট কম এর প্রতিষ্ঠাতা। মানুষের সমস্যা সমাধানের উদ্দেশ্যেকে লক্ষ্য করেই ২০১৭ সালে প্রশ্ন অ্যানসারস প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি একজন ডিপ্লোমা কম্পিউটার ইন ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত আছেন।