ডানা’র নীচের দিকের বাতাসের উচ্চচাপ (High Pressure) প্লেনের ওজন (Weight)+মধ্যাকর্ষনশক্তিকে বাতিল করে তাকে শুন্যে ভেসে থাকতে সাহায্য করবে। প্রক্রিয়াটি এভাবেই সম্পন্ন হয়।আর ইন্জিনের কাজ হল Thrust এর মাধ্যমে প্লেনকে সামনের দিকে টেনে নিয়ে যাওয়া যেন ডানা’র উপর এমন বাতাসে প্রবাহ এত বেশি হয় যাতে প্লেনের ওজনকে বাতিল করার মত Lift জেনারেট/উৎপন্ন করতে পারে।
আ ক ম আজাদ আস্ক প্রশ্ন ডটকমের সাথে আছেন সমন্বয়ক হিসাবে। বর্তমানে তিনি একজন শিক্ষক। আস্ক প্রশ্ন ডটকমকে বাছাই করে নিয়েছেন জ্ঞান আহরণ ও জ্ঞান বিতরণের মাধ্যম হিসাবে। ভবিষ্যতে একজন বক্তা ও লেখক হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। এই আশা পূর্ণতা পেতে সকলের নিকট দু'আপার্থী।