এসইও এর পূর্ণরুপ হচ্ছে – Search Engine Optimization।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (Search Engine Optimization) এর মধ্যে গুরুত্বপুর্ণ ২টি পার্ট আছে। একটি অংশ হলো- Search Engine (সার্চ ইঞ্জিন ) আর অন্য অংশটি হলো- Optimization (অপটিমাইজেশন)।
তাহলে, SEO এর অর্থ দাড়ায় – এক প্রকার ওয়েব টেকনিক কৌশল অবল্মবন করে, সার্চ ইঞ্জিনকে অপটিমাইজেশন করা। এসইও হচ্ছে এমন কিছু নীতিমালা বা কৌশল, যার মাধ্যমে একটি ব্লগ/ওয়েবসাইটের জন্য সার্চ ইঞ্জিন থেকে প্রচুর পরিমাণ ভিজিটর পাওয়া।
Md. Mizan প্রশ্ন ডট কম এর প্রতিষ্ঠাতা। মানুষের সমস্যা সমাধানের উদ্দেশ্যেকে লক্ষ্য করেই ২০১৭ সালে প্রশ্ন অ্যানসারস প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি একজন ডিপ্লোমা কম্পিউটার ইন ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত আছেন।