আপনার ফেসবুক username change করতে প্রথমে এই লিংকে যান - https://web.facebook.com/username
তারপর username বক্সে আপনার পছন্দের username টি দিন।
মনে রাখবেন, এই ইউজার নেম যেন ইউনিক হয়। অর্থাৎ , আপনার username যেন আর কারো না থাকে।

unsername ইউনিক হলে, available দেখাবে। তারপর "save changes" ক্লিক করে আপনার username টি পরির্বতন করতে পারবেন বা সেট করতে পারবেন।
Md. Mizan প্রশ্ন ডট কম এর প্রতিষ্ঠাতা। মানুষের সমস্যা সমাধানের উদ্দেশ্যেকে লক্ষ্য করেই ২০১৭ সালে প্রশ্ন অ্যানসারস প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি একজন ডিপ্লোমা কম্পিউটার ইন ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত আছেন।