ডিম আগে !
এনপিআর’ নামক এক মার্কিন ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে সেই তথ্য। সেখানে বলা হচ্ছে, কয়েক হাজার বছর আগে পৃথিবীতে বাস ছিল মুরগি সদৃশ এক ‘পাখি’-র। প্রাগৈতিহাসিক সেই পাখি জিনগতভাবে অনেকটাই মুরগিদের কাছাকাছি। তবে তা পুরোমাত্রায় মুরগি ছিল না। বিজ্ঞানীরা জানিয়েছেন, সেটি আসলে ছিল এক ধরনের ‘প্রোটো-চিকেন’।
মুরগির সেই প্রাচীনতম পূর্বসূরী একটি ডিম পেড়েছিল। পুরুষ সঙ্গী সেই ডিমটি উর্বর করে। কিন্তু দুর্ঘটনাক্রমে ডিমটির ভেতরে বাবা-মা থেকে পাওয়া জিনের মধ্যে মিউটেশন বা বৈশিষ্ট্যগত পরিবর্তন ঘটে যায়। যার ফলে তখনকার সেই পুরুষ ও মহিলা মুরগির জিন থেকে বেশ কিছুটা আলাদা জিনগত বৈশিষ্ট্যসম্পন্ন বাচ্চার জন্ম হয়।
আর নতুন জন্ম নেওয়া সেই পাখিই হল আজকের মুরগিদের আদি পূর্বপুরুষ।
উৎসঃ যুগান্তর