আস্ক প্রশ্নে আপনাকে স্বাগতম ! এটি একটি প্রশ্নোত্তর ভিত্তিক কমিউনিটি। এই সাইট সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ...
244 বার প্রদর্শিত
"গণিত" বিভাগে করেছেন (196 পয়েন্ট) 41 263 271

1 উত্তর

0 পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন (1,072 পয়েন্ট) 3 12 19

১ এর বিভাজ্যতাঃ 
যেকোনও সংখ্যাই ১ দ্বারা বিভাজ্য

২ এর বিভাজ্যতাঃ 
যেকোনও জোড় সংখ্যাওই ২ দ্বারা বিভাজ্য। অর্থাৎ জোড় সংখ্যা (২,৪,৬,৮,১০,১২,১৪,১৬, .......... ) সবগুলো ২ দ্বারা নিঃশেষে বিভাজ্য

৩ এর বিভাজ্যতাঃ 
কোন সংখ্যার অংকগুলোর সমষ্টি ৩ দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য হবে।
যেমনঃ ১৭১ সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য হবে যেহেতু ১+৭+১ =৯ ; ৩ দ্বারা বিভাজ্য। 
আবার ২৩৮ সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য হবে না যেহেতু ২+৩+৮ = ১৩; ৩ দ্বারা বিভাজ্য নয়।

৪ এর বিভাজ্যতাঃ 
একটি সংখ্যার শেষ দুই অংক অর্থাৎ একক ও দশক স্থানের দুই অংক মিলে ৪ দ্বারা বিভাজ্য হলেই সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য হবে। 
যেমন ৫৬০ সংখ্যাটির শেষ দুই অংক ৬০ যা ৪ দ্বারা বিভাজ্য হবে।

৫ এর বিভাজ্যতাঃ 
কোনও সংখ্যার এককের ঘরে ৫ অথবা শূন্য থাকলে তা ৫ দ্বারা বিভাজ্য হবে।

৬ এর বিভাজ্যতাঃ 
৬ সংখ্যাটি ২ এবং ৩ এর গুণফল। তাই যে সংখ্যাটি ২ ও ৩ উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, সে সংখ্যাটি ৬ দ্বারা বিভাজ্য হবে। আরো সহজে বললে যা দাঁড়ায় সংখ্যাটি হবে জোড় সংখ্যা এবং অংকগুলোর সমষ্টি ৩ দ্বারা বিভাজ্য হবে তা ৬ দ্বারা বিভাজ্য।
উদাহারণ স্বরূপঃ ১৩২ সংখ্যাটি জোড় এবং অংকগুলোর সমষ্টি ১+৩+২ = ৬; ৩ দ্বারা বিভাজ্য
সুতরাং সংখ্যাটি ৬ দ্বারা বিভাজ্য।

৭ এর বিভাজ্যতাঃ 
কোনও সংখ্যার একক স্থানের অংকের বর্গ করে বাকী সংখ্যাটি থেকে বিয়োগ দিয়ে প্রাপ্ত সংখ্যা যদি ৭ দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটী ৭ দ্বারা বিভাজ্য। 
যেমনঃ ৬৭২ সংখ্যাটির একক স্থানে ২ আছে। ২ এর বর্গ করলে হয় ৪।
পুরো সংখ্যাটির একক স্থানের বাকি অংক ৬৭-৪=৬৩ যা ৭ দ্বারা বিভাজ্য হয়।
সুতরাং ৬৭২ সংখ্যাটি ৭ দ্বারা বিভাজ্য। 
৪৫১৭৮ হলে ৪৫১৭ -৬৪ = ৪৪৫৩! [একক স্থানের অংক ৮ এর বর্গ ৬৪] 
৪৪৫-৯= ৪৩৬, পুনরায় ৪৩-৩৬ = ৭ যা ৭ দ্বারা বিভাজ্য।
তবে অনেকেই মুখে মুখে ৭ দ্বারা ভাগ করে ফেলতে পারেন যা এই সূত্র থেকেও তাড়াতাড়ি বের করা যাবে।

৮ এর বিভজ্যতাঃ 
কোনও সংখ্যার সর্বশেষ ৩ অংক অর্থাৎ শতক, দশক এবং একক স্থান মিলিয়ে যে ৩ অংক বিশিষ্ট সংখ্যাটি ৮ দ্বারা নিঃশেষে ভাগ করা গেলে হলে সংখ্যাটি ৮ এর বিভাজ্যতা হবে। 
যেমনঃ ৯৫৬০ সংখ্যাটির শেষে ৩ অংক ৫৬০ যা ৮ দ্বার বিভাজ্য।

৯ এর বিভাজ্যতাঃ 
৩ এর নিয়মের মতই কোনও সংখ্যার অংকগুলোর সমষ্টিও ৯ দ্বারা বিভাজ্য হলেই সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য হবে।
যেমনঃ ৮৭১২ সংখ্যাটির অংকগুলোর সমষ্টি ৮+৭+১+২ = ১৮ যা ৯ দ্বারা বিভাজ্য।
সুতরং সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য।

১০ এর বিভাজ্যতাঃ 
একক স্থানে ০ থাকলে তা ১০ দ্বারা বিভাজ্য।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

1 উত্তর
20 এপ্রিল 2018 "গণিত" বিভাগে জিজ্ঞাসা করেছেন manik prize (196 পয়েন্ট) 41 263 271
1 উত্তর

28,156 টি প্রশ্ন

29,682 টি উত্তর

3,147 টি মন্তব্য

3,938 জন সদস্য



আস্ক প্রশ্ন এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে কমিউনিটির এই প্ল্যাটফর্মের সদস্যের মাধ্যমে আপনার প্রশ্নের উত্তর বা সমস্যার সমাধান পেতে পারেন এবং আপনি অন্য জনের প্রশ্নের উত্তর বা সমস্যার সমাধান দিতে পারবেন। মূলত এটি বাংলা ভাষাভাষীদের জন্য একটি প্রশ্নোত্তর ভিত্তিক কমিউনিটি। বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি অনলাইনে উন্মুক্ত তথ্যভান্ডার গড়ে তোলা আমাদের লক্ষ্য।

শীর্ষ বিশেষ সদস্য

...