আপনি এই ক্যালকুলেটরে হিসাব করার ক্ষেত্রে পারদর্শী হওয়ার জন্য ক্রেতাদের পন্য দেওয়ার সময়তো হিসাব করবেন তাছাড়া যখনি সময় পাবেন তখনি টেপাটিপি করবেন অর্থাৎ নিজের মন থেকে ছোট ছোট হিসাব যোগ-বিয়োগ, গুন-ভাগ করতে থাকবেন। তাহলে সময়ের ব্যবধানে আপনি হিসাবে দক্ষ হয়ে যাবেন। এর বাস্তব দৃষ্টান্ত দেখুন, যারা মূর্খ তারাও মোবাইল ব্যবহারে দক্ষ, এরা প্রথমে যখন মোবাইল ব্যবহার শুরু করে তখন তাদের কাছে এটা ব্যবহার অসম্ভব ছিল কিন্তু প্রয়োজনে বা অপ্রয়োজনে অধিক টিপাটিপিতে তাদের এই দক্ষতা অর্জিত হয়েছে। কাজেই প্রাথমিক পর্যায় শিক্ষিত বা অশিক্ষিত সবার জন্যই প্রথমে মোবাইল, ক্যালকুলেটর, কম্পিউটার চালানো অসম্ভব হয়ে দাড়ায়, তাই এ বিষয়ে সমস্যা ভাবার কোনো কারণ নাই।