নিজের ফেসবুকে প্রোফাইলের সবচেয়ে Active Friends দেখার জন্য –
এই লিংকে যান : m.facebook.com/feedback_digest
লিংকে যাওয়ার পর, চলতি সপ্তাহে আপনার ফেসবুক প্রোফাইলের কিছু Highlights দেখতে পাবেন।
এটি আপনি ছাড়া আর অন্য কোনো ব্যক্তি দেখতে পারবে না।
এই Higthligths সেই সব ফ্রেন্ডদের দেখ্তে পারবেন, যে সব ফ্রেন্ড চলতি সপ্তাহে আপনার পোষ্টগুলোতে সবচেয়ে বেশি Reactions, Comments করে আপনার পোষ্টগুলো Respond করেছে। এবং মোট কতজন ফ্রেন্ড, কতটি Reactions, Comments করেছে।
এছাড়া আপনি আর দেখতে পাবেন আপনার ২ জন ফ্রেন্ডকে।
এই ২ জনের মধ্যে ১ম জন হলো, যে সবচেয়ে বেশি আপনার পোষ্টে কমেন্ট করেছে। এবং ২য় জন হলো, যে সবচেয়ে বেশি আপনার পোষ্টে লাইক দিয়েছে।
বি.দ্র : মনে রাখবেন, এই পদ্ধতি শুধুমাত্র ফেসবুক Mobile version Website (m.facebook.com) এ দেখা যায়।
Md. Mizan প্রশ্ন ডট কম এর প্রতিষ্ঠাতা। মানুষের সমস্যা সমাধানের উদ্দেশ্যেকে লক্ষ্য করেই ২০১৭ সালে প্রশ্ন অ্যানসারস প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি একজন ডিপ্লোমা কম্পিউটার ইন ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত আছেন।