video কে audio (.mp3) করার জন্য প্রথমেই দরকার ES FILE EXPOLER। যদি আপনার এই এপটি না থাকে, তাহলে google play store থেকে ডাউনলোড করে নিন।
১। প্রথমেই ES FILE EXPOLER এপটি ওপেন করতে হবে।
২। এবার যে ভিডিওটি অডিওটি করতে চান ঐ ফোল্ডারে যেতে।
৩। এখন, যে ভিডিওটি অডিওটি করবেন তার উপর চাপ দিয়ে ধরে রাখুন এবং নিচের রেনামে এ ক্লিক করুন।
৪। এবার আপনাকে আসল কাজ করতে হবে। এখন আপনি এখানে dot.mp4 লেখা টা কেটে dot.mp3 করে দিন।
৫। এখন দেখুন ভিডিওটি গানটি অডিওটি হয়ে গেছে।
আবার যদি পূর্বের মতো mp4 বা ভিডিও করতে চান, তাহলে একই নিয়মে dot.mp4 দিয়ে রিনেম করতে হবে।
Md. Mizan প্রশ্ন ডট কম এর প্রতিষ্ঠাতা। মানুষের সমস্যা সমাধানের উদ্দেশ্যেকে লক্ষ্য করেই ২০১৭ সালে প্রশ্ন অ্যানসারস প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি একজন ডিপ্লোমা কম্পিউটার ইন ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত আছেন।