প্রথমে Playstore থেকে অ্যাপটি ডাউনলোড করে নিন।
App name: DiskDigger photo recovery (DiskDigger.apk) Download Now
App size: 1.4mb
অ্যাপটি install করে Open করবেন।
এরপর নিচের স্ক্রিনশুটের মতো আসবে ↓
এবার “Start basic photo scan” এ ক্লিক করুন।
তারপর স্ক্রিনশুট অনুযায়ী কাজ করুন ↓
এখানে, আপনার ফোনের যাবতীয় ডিলেট হয়ে যাওয়া ফটো দেখতে পাবেন। তবে যদি আপনি ফোনটি Restore দেন, তাহলে কিন্তু দেখতে পাবেন না। এরপর যেই ফটোটি Backup দিতে চান, সেটা মার্ক চিহু দিয়ে সিলেক্ট করুন।
তারপর ” Recover ” তে ক্লিক করুন।
এখন, ২ নং টি সিলেক্ট করুন। এরপর আপনার Sd card folder সিলেক্ট করুন ↓
ব্যাস কাজ শেষ।
Md. Mizan প্রশ্ন ডট কম এর প্রতিষ্ঠাতা। মানুষের সমস্যা সমাধানের উদ্দেশ্যেকে লক্ষ্য করেই ২০১৭ সালে প্রশ্ন অ্যানসারস প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি একজন ডিপ্লোমা কম্পিউটার ইন ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত আছেন।