GPA (Grade Point Average) মানে আপেক্ষিক গুরুত্বের সব বিষয়ে প্রাপ্ত গ্রেড পয়েন্টের গড় মানকে GPA বলা হয়।
CGPA(Cumulative Grade Point Average) মানে আপেক্ষিক গুরত্বের সব বিষয়ে প্রাপ্ত গ্রেড পয়েন্টের মান শতকরা আকারে প্রকাশ করাকে CGPA বলা হয়।
অর্থাৎ, ৪ বছরের কোর্সে প্রতি বছর আপনি যে মার্ক অর্জন করবেন সেটার গড়কে বলা হয় GPA.
আর ৪ বছরে মোট রেজাল্টের গড়কে বলা হয় CGPA.
বি.দ্রঃ প্রতি বছরে বা প্রতি সেমিস্টারে সাবজেক্ট ভিত্তিক ক্রেডিট নামক একটা বিষয় থাকে। এটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রকম অথবা ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট তারতম্য হতে পারে।
কামরুল হাসান ফরহাদ, সমন্বয়ক হিসেবে অন্তর্ভুক্ত আছেন আস্ক প্রশ্ন ডট কমের সাথে। নিজের সমস্যার সমাধানের পন্থা নিজেই খুঁজে বের করে সামনের দিকে এগিয়ে যেতে ভালোবাসেন। প্রশ্ন অ্যানসারকে ভালোবেসে নিয়েছেন নিজে জানার ও অপরকে জানানোর জন্য।