Ram এবং Rom কি, কিভাবে কাজ করে।
Ram (Random access memory) হলো এমন একটা মেমরি যা ক্ষনস্থায়ী ! অর্থাত, যতক্ষণ বিদ্যুত প্রবাহিত হচ্ছে ততক্ষণ মেমরি থাকবে ! বিদ্যুত প্রবাহ না থাকলে এইটা থাকবেনা I এইটা কে অনেকটা মানুষের স্বল্পস্থায়ী স্মৃতির সাথে তুলনা করা যেতে পারে ! আমরা জানি মানুষের ৩ ধরনের স্মৃতি রয়েছে এর মধ্যে একটির সময়কাল প্রায় ১ সেকেন্ড ,তা হলো স্বল্পস্থায়ী স্মৃতি ! (আমরা চোখ খোলা রেখে যা দেখি তা এই স্মৃতির মধ্যে পরে , আমরা যা দেখি তার সব কি মনে রাখতে পারি যেইগুলো মনে রাখতে পারিনা তা এই স্মৃতির আওতায় ! অর্থাত যতক্ষণ চোখ খোলা থাকবে ততক্ষণ স্মৃতি ও থাকবে !) কম্পিউটার এ যখন কোনো ফাইল লোড করা হয় ঠিক সেরকমই তা প্রথমে এই ক্ষনস্থায়ী স্মৃতি র্যাম এ অবস্থান করে আবার যখন সেই কাজ করে আমরা বন্ধ করে দেয় সেই স্মৃতির আর অস্তিত্ব থাকেনা ! আর
Rom (Read only memory) হলো এমন একধরনের স্মৃতি যার কোনো পরিবর্তন হয়না !যা একেবারে ফিক্সড থাকে ! কম্পিউটার ছাড়া মোটামুটি সব ইলেকট্রনিক্স যন্ত্রপাতির মধ্যেই রম রয়েছে ! রম মূলত বাইনারি সংখ্যার মাধ্যমে কাজ করে থাকে অর্থাত বিদ্যুত প্রবাহ আছে কি নেই এর মাধ্যমে তা পুরো প্রক্রিয়ার কাজ করে থাকে ! যেমন - DVD-Rom এ আমরা যখন কোনো ডিভিডি এন্টার করি তখন সেই ডিভিডি রম ক্রমাগত বিদ্যুত প্রবাহ আছে কি নেই এরকম সিগনাল পাঠাতে থাকে আর যা প্রসেসর প্রসেস করে আমাদের সামনে বিভিন্ন ছবি,ডাটা কিংবা গান হিসেবে উপস্থাপন করে I এছাড়াও আমরা মোটামুটি কম্পিউটার এর বায়োস (যেইখানে কম্পিউটার এর বেসিক কিছু কাজকর্ম করা যায় ! অনেকে হয়ত কম্পিউটার পাসওয়ার্ড দিয়ে লোক করার কাজে ব্যবহার করে থাকে!)
এর সাথে পরিচিত এইটাও কিন্তু একধরনের রম এর উদাহরণ