RAM (Random Access Memory) হলো এমন একটি মেমরি যা ক্ষণস্থায়ী। অর্থাৎ, যতক্ষণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে ততক্ষণ মেমরি থাকবে। বিদ্যুৎ প্রবাহ না থাকলে এইটার প্রবাহ থাকবে না।
ROM (Read Only Memory) হলো এমন একধরনের স্মৃতি যার কোনো পরিবর্তন হয় না। যা একেবারেই ফিক্সড থাকে।
কামরুল হাসান ফরহাদ, সমন্বয়ক হিসেবে অন্তর্ভুক্ত আছেন আস্ক প্রশ্ন ডট কমের সাথে। নিজের সমস্যার সমাধানের পন্থা নিজেই খুঁজে বের করে সামনের দিকে এগিয়ে যেতে ভালোবাসেন। প্রশ্ন অ্যানসারকে ভালোবেসে নিয়েছেন নিজে জানার ও অপরকে জানানোর জন্য।