জন্মলগ্ন থেকে এ পর্যন্ত মোট ৭বার পরিবর্তন করা হয়েছে গুগলের লোগো। ৪ সেপ্টেম্বর ১৯৯৮ সালে যখন গুগল প্রতিঠিত হয়।তখন গুগলের যে লোগো ছিল তার সাথে বর্তমান লোগোর পার্থক্য অনেক!
নিম্নরূপ গুগল লোগোর ইতিহাস দেওয়া হলো -
৪ সেপ্টেম্বর ১৯৯৮ সালে Larry Page ও Sergey Brin যখন Google প্রতিষ্ঠা করেন তাদের Stanford University graduate project-এ এই লোগোটি প্রথম ব্যবহার করেন।

এরপর ৩০ আগষ্ট ১৯৯৮ সালে গুগল লোগোটি পরিবর্তন আসে এবং নিচের লোগোটি ব্যবহার করে। দলটি বার্নিং ম্যান এর পথে এগোয় এবং একটি ‘অফিসে নেই’ বার্তা হিসাবে প্রথম ডুডুল তৈরি করে।

এরপর সেপ্টেম্বর ১৯৯৮ সালে গুগল যখন google.com নামে পরিবর্তন হয়ে যায়, তখন তৃতীয় ধাপে গুগলের লোগোটিতে পরিবর্তন আসে এবং গুগল Beta রিলিজ করে নিচের লোগোটি সারা পৃথিবীতে ব্যবহারের জন্য উন্মুক্ত করে।

এরপর মে ১৯৯৯ সালে কৌতুকপূর্ণ, খুব সুন্দর ও প্রাণবন্ত একটি লোগো তৈরী করে। Catull টাইপফেসের উপর ভিত্তি করে এটি আরো অত্যাধুনিক চেহারা পায়। যা খুবই জনপ্রিয় হয়। চতুর্থবারের লোগোটি নিচের মতো।

মে ১৯৯৯ সালের তৈরী করা লোগোটি দীর্ঘ ১১ বছর স্থায়ী ছিল। পরে মো ২০১০ সালে আগের লোগোর চাইতে উজ্জল করা হয় এবং ড্রপ শ্যাডো মুছে (অক্ষরের নীচের ছায়া কমানো) দেওয়া হয়। লোগোটি ছিল নিচের মতো।

এরপর আবার সেপ্টেম্বর ২০১৩ সালে তাদের লোগোটি’কে একেবারে সাদাসিধে করে ফেলে। ফলে সেটি দেখতে অনেকটা সাধারণ লেখার মতো হয়ে যায়। নিচের লোগোটি সেপ্টেম্বর ২০১৩ সালের।

সেপ্টেম্বর ২০১৩ সালের পর আবার সেপ্টেম্বর ২০১৫ সালের ১ তারিখে নতুন লোগো তৈরী করল গুগল। এই লোগোটির বিশেষ বৈশিষ্ট হলো ‘G’ icon. যা বর্তমানে আপনারা গুগলে দেখতে পাচ্ছেন।

Md. Mizan প্রশ্ন ডট কম এর প্রতিষ্ঠাতা। মানুষের সমস্যা সমাধানের উদ্দেশ্যেকে লক্ষ্য করেই ২০১৭ সালে প্রশ্ন অ্যানসারস প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি একজন ডিপ্লোমা কম্পিউটার ইন ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত আছেন।