গাল ফ্রেন্ডকে যেহেতু খুশি করার জন্য কিছু গিফট করতে চান।
তাহলে প্রেমের তাজমহল উপহার দিতে পারেন। সাথে কিছু ফুল অবশ্যই নেবেন।
কারণ মেয়েরা ফুল বেশি পছন্দ করে।
কামরুল হাসান ফরহাদ, সমন্বয়ক হিসেবে অন্তর্ভুক্ত আছেন আস্ক প্রশ্ন ডট কমের সাথে। নিজের সমস্যার সমাধানের পন্থা নিজেই খুঁজে বের করে সামনের দিকে এগিয়ে যেতে ভালোবাসেন। প্রশ্ন অ্যানসারকে ভালোবেসে নিয়েছেন নিজে জানার ও অপরকে জানানোর জন্য।