ধনী ও গরিবের ভালোবাসার পার্থক্য এই যে, তারা ভালোবাসার মূল দিতে জানে না।আর যদিও হয়ে থাকে বাবা, মা এসমস্ত সম্পর্ক মেনে নেয় না। তারা ভালোবাসাটা একটা ভাল খেলা মনে করে।যখন যেটা ভাল লাগর তারা সেটাই করে।একটা ছেড়ে আরেক টা ধরে। তাই ধনী ও গরিবের ভালবাসা হতে সাবধান।