নামাজের সময় অবশ্যই মনোযোগ থাকতে হবে, অন্যথায় এটি গ্রহণযোগ্য হবেনা। এই মনোযোগ এর জন্য কিছু বিষয় মাথায় থাকতে হবে। ১. আমাকে মনে করতে হবে, আমি জীবনের শেষ নামাজ পড়তে দাড়িয়েছি। ২. আমি মহান আল্লাহ্র সামনে দাঁড়িয়েছি, হয়ত আমি তাঁকে দেখব। যদি সেটা ভাবনায় আনতে না পারি, তাহলে অন্তত এইটুকুভাবি তিনি আমাকে দেখছেন। ৩. প্রত্যেকটি ধাপ মনে করে নামাজটুকু পড়ি এবং পড়ার সময় শব্দগুলো নিজের কানে অনুভব করি, যাতে ভুল না হয়। আর শব্দগুলো যখন নিজের কানে শুনতে আরম্ভ করবেন অবশ্যই আপনার মনোযোগ নামাজের ভিতরে চলে আসবে।
আ ক ম আজাদ আস্ক প্রশ্ন ডটকমের সাথে আছেন সমন্বয়ক হিসাবে। বর্তমানে তিনি একজন শিক্ষক। আস্ক প্রশ্ন ডটকমকে বাছাই করে নিয়েছেন জ্ঞান আহরণ ও জ্ঞান বিতরণের মাধ্যম হিসাবে। ভবিষ্যতে একজন বক্তা ও লেখক হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। এই আশা পূর্ণতা পেতে সকলের নিকট দু'আপার্থী।