তারিখ: ২/৫/২০১৮
বরাবর,
প্রধান শিক্ষক,
পাথরাইল ডি এস ডি মাদ্রাসা, টাঙ্গাইল।
বিষয়: তিন দিনের ছুটির মঞ্জুরের আবেদন।
জনাব, বিনীত নিবেদন এই যে, আমি আপনার মাদ্রাসা পঞ্চম শ্রেণির একজন নিয়মিত ছাত্র/ছাত্রী। আমার বাড়িতে বিশেষ কাজ থাকার কারনে আমি আগামি ২/০৫/২০১৮তারিখ থেকে ০৪/০৫/২০১৮ তারিখ পর্যন্ত তিন দিন বিদ্যালয়ে উপস্থিত হতে পারবোনা।
অতএব, আমার আকুল আবেদন, বিষয়টি বিবেচনা করে আমাকে উক্ত তিন দিনের ছুটি মঞ্জুর করতে আপনার সদয় মর্জি হয়।
বিনীত আপনার অনুগত ছাত্র
নিগার/সুভাষ
পঞ্চম শ্রেণি, রোল নম্বর-১