দূর্বার রসের সাথে ডালিম পাতা বা ডালিম ছালের রস মিশিয়ে দিনে ৩-৪ বার সেবন করতে হবে। নিয়মিত ১০-১৫ সেবন করলে আমাশয় ভাল হয়ে যাবে।
সেবন বিধিঃ দূর্বার রসঃ ৪-৫ চা চামচ ।
তবে অবশ্যই ভাল ডাক্তারের পরামর্শ নেন।
আ ক ম আজাদ আস্ক প্রশ্ন ডটকমের সাথে আছেন সমন্বয়ক হিসাবে। বর্তমানে তিনি একজন শিক্ষক। আস্ক প্রশ্ন ডটকমকে বাছাই করে নিয়েছেন জ্ঞান আহরণ ও জ্ঞান বিতরণের মাধ্যম হিসাবে। ভবিষ্যতে একজন বক্তা ও লেখক হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। এই আশা পূর্ণতা পেতে সকলের নিকট দু'আপার্থী।