১। পড়াগুলোকে সুবিন্নস্ত করে সাজিয়ে পড়া শুরু করা।
২। পড়ে না দেখে লেখার অভ্যাস করা।
৩। ভুল থেকে শেখা।
৪। গ্রুপ স্টাডি করা।
৫। ক্লাস লেকচার ফলো করা।
৬। নোট তৈরি করা।
৭। মেমোরি টেকনিক করা।
৮। খাতায় সুন্দরভাবে উপস্থাপন করা।
পরীক্ষার খাতায় সুন্দর হাতের লেখা এবং গোছানো উপস্থাপন শিক্ষকমন্ডলী দৃষ্টি আকষর্ণ করে,যা অধিক নম্বর পেতে সহায়ক।
কামরুল হাসান ফরহাদ, সমন্বয়ক হিসেবে অন্তর্ভুক্ত আছেন আস্ক প্রশ্ন ডট কমের সাথে। নিজের সমস্যার সমাধানের পন্থা নিজেই খুঁজে বের করে সামনের দিকে এগিয়ে যেতে ভালোবাসেন। প্রশ্ন অ্যানসারকে ভালোবেসে নিয়েছেন নিজে জানার ও অপরকে জানানোর জন্য।