যে কোনো সুখ বা ভালো জিনিস লাভ করতে গেলে একটু ক্ষট অবশ্যই সহ্য করতে হবে।
সুন্দর মাত্রই মানুষকে আকৃষ্ট করে। পদ্ধের অপরূপ সৌন্দর্য,রং,সুগন্ধ স্বভাবতই সবাইকে আকর্ষণ করে। কিন্তু পদ্মফুল তোলার জন্য কেউ যদি হাত বাড়ায় তবে তার হাতে কাঁটা বিঁধবেই; তাতে কোন সন্দেহ নেই। এ ভয়ে কেউ যদি কমল তুলতে না যায় তবে তার দ্বারা পদ্মের সৌন্দর্য উপভোগ কখনো সম্ভ নয়। সুখ,সার্থকতার স্পর্শ চায় না এমন ব্যক্তি সমাজে বিরল,কিন্তু তা লাভ করার পথ কখনো সহজ নয়। আকাঙ্খিত পদ্মের মৃণাল যেমন কণ্টকাকীর্ণ,পৃথিবীর যাবতীয় সুখ-সাফল্যও তেমনি দুঃখ ও বাধাবিপত্তি দ্বারা পরিবেষ্টিত।
এ কারণেই সেক্সপিয়ার বলেছিলেন-Life is not a bed of roses' তাই জীবনকে সফল ও সমৃদ্ধ করতে হলে যাবতীয় দুঃখের জ্বালা সহ্য করে এগিয়ে যেতে হয়। এজন্য প্রয়োজন হয় অধ্যাবসায় ও ধৈর্যের।
সুতরাং পুষ্প লাভ করার আগে যেমন কাঁটার আঘাত সহ্য করতে হয়,সুখ লাভ করতে হলেও তেমনি দুঃখ-কষ্ট স্বীকার করতে হয়।
কামরুল হাসান ফরহাদ, সমন্বয়ক হিসেবে অন্তর্ভুক্ত আছেন আস্ক প্রশ্ন ডট কমের সাথে। নিজের সমস্যার সমাধানের পন্থা নিজেই খুঁজে বের করে সামনের দিকে এগিয়ে যেতে ভালোবাসেন। প্রশ্ন অ্যানসারকে ভালোবেসে নিয়েছেন নিজে জানার ও অপরকে জানানোর জন্য।