ই-মেইলে যাচাইকরন লিংক আসছে না।আজ কয়েকদিন যাবত চেষ্টা করছি।এর কারনে কোনো প্রশ্নে উত্তর/মন্তব্য করতে পারছিনা।আর পয়েন্ট শূন্য হয়ে যাবে এই জন্য প্রশ্নও করতে পারছি না।দয়া করে প্রশাসক সাহেব বিষয়টা দেখবেন।এর আগের প্রশ্নে আপনি পুনঃরায় চেষ্টা করতে বলেছিলেন কিন্তু কোনো কাজ হয়নি।এটা কি ঠিক করবেন নাকি এমনই থাকবে?