বিয়ে করার পূর্ব শর্ত হলো আগে নিজে প্রতিষ্ঠিত হয়ে পরিবারের হাল ধরা।যখন দক্ষতার সাথে আপনি উক্ত কাজটি পরিচালনা করতে সক্ষম হবেন,তখন বাবা মা নিজে থেকেই এই বিষয়টা বিবেচনা করবেন।যদি না করে তাহলে সবচেয়ে ভালো হয় বাবা মাকে এই কথাটা সরাসরি বললে।কিন্তু কথাটা অবশ্যই লজ্জাজনক।তাই বাড়িতে যদি বড় ভাবি বা বড় বোন থাকে তাহলে তাদেরকে দিয়ে সরাসরি বলাতে না পারলে এবিষয়ে আপনার বাবা মাকে ইঙ্গিত দিতে বলুন।দেখবেন তারা চট করে বিষয়টা বুঝে গেছে।