প্রথমে একটা কথা বলি ফেসবুকের যিনি প্রতিষ্ঠাতা তিনি নিজেই একজন হ্যাকার ছিলেন। মার্ক জুকারবার্গ গড়ে প্রতিদিন নিরাপত্তার জন্য 894.5$ মার্কিন ডলার ব্যয় করছেন নিশ্চয় তার ওয়েবসাইটের একাউন্ট গুলো হ্যাক হওয়ার জন্যে নয়। তাই এটা হ্যাকের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। এ নিয়ে অনেক আজেবাজে টিউটোরিয়াল পাবেন বাট সেটা করতে গিয়ে নিজেই হ্যাক হতে পারেন। তাই এর থেকে বিরত থাকুন।