কুরআনে ইরশাদ হয়েছে- নিশ্চয়ই তোমাদের প্রতিপালক আল্লাহ যিনি নভোমন্ডল ও ভূমন্ডলকে ছয়দিনে সৃষ্টি করেছেন।অতঃপর তিনি অবশেষে সমাসীন হয়েছেন।(আরাফ ৫৪ )
বিশুদ্ধ বর্ণনা অনুসারে যে ছয় দিনে জগৎ সৃষ্টি করা হয়েছে। তা রিবার থেকে শুরু হয়ে শুক্রবার ।
হা মিম সিজদার নবম ও দশম আয়াতে রয়েছে। রবি ও সোম এ দুই দিনে পৃথিবী সৃষ্টি করা হয়েছে। মঙ্গল ও বুধবার ভূমন্ডল পাহাড়,নদী,খনি,বৃক্ষ, সৃষ্টিজগতের বস্তু সৃষ্টি করা হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার সাত আকাশ সৃষ্টি করা হয়েছে।
(তাফসীরে মা'রেফুল কুরআন ও ইবনে বাসির অবলম্বনে)
কামরুল হাসান ফরহাদ, সমন্বয়ক হিসেবে অন্তর্ভুক্ত আছেন আস্ক প্রশ্ন ডট কমের সাথে। নিজের সমস্যার সমাধানের পন্থা নিজেই খুঁজে বের করে সামনের দিকে এগিয়ে যেতে ভালোবাসেন। প্রশ্ন অ্যানসারকে ভালোবেসে নিয়েছেন নিজে জানার ও অপরকে জানানোর জন্য।