অভিনেতা হতে হলে যা যা লাগবেঃ
১. চেহারা থাকতে হবে যদি অভিনেতা হতে চান। চরিত্রাভিনেতা হতে চাইলে চেহারা মোটামুটি হলেই চলে। নায়ক হতে হলে চেহারা দশজনের চেয়ে বেশি সুদর্শন হতে হবে।
২. শরীর গঠন করতে হবে। দেখতে যেন ফিট মনে হয় সেই জন্য শরীরচর্চা করতে হবে। ফ্যামিলী প্যাক হলে চলবে না, সিক্স প্যাক হলে সেক্স অ্যাপিল বাড়বে নারী দর্শকদের কাছে।
৩. অভিনয় কোনোদিন শেখা যায় না। যার মধ্যে এই দক্ষতা আছে সে এমনিতেই ভালো পারে অভিনয়। যার মধ্যে নেই সে সারাজীবনেও পারে না।
৪. একশন হিরো হতে চাইলে ফাইটিং জানতে হবে। একটু হাত পা ছুড়াছুড়ি জানতে হবে। আর আমরা তো এমনিতেই মারামারিতে সিদ্ধহস্ত। একটু প্র্যাকটিস করলেই এই জিনিস পারার কথা তবে নাচটা ভালো জানাটা দরকার রোমান্টিক নায়ক হতে চাইলে। একজন ডান্স মাস্টার রেখে তিন মাস প্র্যাকটিস করতে পারেন। নাচ রপ্ত হয়ে যাবে।
এগুলো অনুসরণ করলে আপনি অভিনেতা হতে পারবেন। ধন্যবাদ।
[বিঃদ্রঃ- আপনাকে অভিনেতা হতে মোটা অংকের টাকা দিতে হবে]