" আমার মনে হয়, নায়ক কিংবা নায়িকা হওয়ার আগে একজন ভালো অভিনেতা কিংবা অভিনেত্রী হতে হবে। নিজেকে নায়ক-নায়িকা হিসেবে জাহির করার কিছু নেই। ভালো অভিনয় করলে এমনিতেই মানুষ গ্রহণ করবে, খ্যাতি ধরা দেবে। তবে একজন আদর্শ নায়ক-নায়িকা হতে গেলে ‘গুড লুকিং’ টাও তার মধ্যে থাকা চাই। রিয়াজপ্রয়াত অমর নায়ক সালমান শাহ’র মৃত্যুর পর নির্মাতারা তার বিকল্প ভাবতে শুরু করেছিলেন জনপ্রিয় নায়ক রিয়াজকে। তার সুদর্শন চেহারা, সালমানের মতো ফ্যাশন সচেতন ও নিত্য নতুন স্টাইল, সাবলীল অভিনয়, সুন্দর উচ্চারণ ও মন ভুলানো হাসি দিয়ে সেসময়ের দর্শকদের ভালোবাসা পেয়েছিলেন তিনি।
একজন নায়ককে ভালো অভিনয়-নাচ-ফাইট এই তিনটা জিনিস অবশ্যই প্রয়োজন। এরসাথে একটা একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকলে ভালো হয়। আমোদের এখানে যদিও অভিনয়ে শিক্ষা নেয়ার তেমন প্রতিষ্ঠান নেই। তবু বিভিন্ন নাট্যদল থেকে অভিনয়ের শিক্ষা নেয়া যেতে পারে। অনেক শক্তিমান ও জনপ্রিয় অভিনয় শিল্পী আমরা পেয়েছি বেশ কিছু নাট্যদলের সুবাদে। তাছাড়া, নায়ক ও নায়িকাকে সৎ, নিরহংকারী হতে হবে। আর একটা চেতনা থাকতে হবে সেটা হচ্ছে- গাড়ি-বাড়ির পিছনে না ছুটে অভিনয়টাকে মনের মধ্যে লালন করতে হবে। " - Jago news
আরো জানতে -
এখানে ক্লিক করুন।