উত্তর:-
(ক ও খ) আমাদের সমাজে প্রচলিত কারো মৃত্যুর পরে মৃত্যুর দিন, তিনদিনা, সাতদিনা, দশদিনা, চল্লিশা ইত্যাদি অনুষ্টান করা ও তাতে খাবার বিতরণ করা মাকরূহে তাহরিমী ও বিদআতী কাজ। তাই এসব থেকে বেচে থাকা একান্ত জরুরী।
(গ) এগুলো যেহেতু নাজায়েজ কাজ তাই এগুলোতে শরিক হয়ে খাওয়াও ঠিক না।