বাংলাদের প্রথম রাষ্ট্রপতির নাম কি? কেউ
বলবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আবার
কেউ হয়তো বলবেন সৈয়দ নজরুল ইসলাম।
এই দুই দলের বক্তব্যই সঠিক। তাহলে প্রশ্ন
আছে একই সময় একই সাথে ভিন্ন দুইজন ব্যাক্তি
কি করে প্রথম রাষ্ট্রপতি হয়?
আসলে মূল বিষয়টি হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম
রাষ্ট্রপতি হিসেবে প্রথম শপত নেন। যদিও
প্রথম রাষ্ট্রপতি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমান নির্বাচন করা হয়। কিন্তু বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমান ততকালিন পাকিস্থানে কারাবন্দি
থাকার দরুন সৈয়দ নজরুল ইসলাম অস্থিয়ী
রাষ্ট্রপতি হিসেবে শপত নেন।