আপনাকে ওয়েবসাইট বানাতে গেলে ওয়েব ডেভেলপ এবং ওয়েবপেজ ডিজাইন এর কাজ জানতে হবে। যদি না জানেন তাহলে কারো কাছ থেকে টাকা দিয়ে করে নিতে হবে। প্রথমে আপনাকে ডোমেইন কিনতে হবে বা রেজিস্ট্রেশন করতে হবে। এরপরে আপনার ডোমেইনটি কোন হোস্টিং কোম্পানির সারভারে যুক্ত করতে হবে যেখানে আপনার সাইটের সকল ডাটা থাকবে । আর এজন্য বাৎসরিক ফি প্রদান করতে হবে। এক এক কোম্পানি এক এক রকম রেট দিয়ে থাকে। তবে ভাল দাম দিলে অবশ্যই ভাল সেবা পাওয়া যাবে। আর কম দামের হোস্টিং হলে স্পেস এবং ব্যান্ডউইথ কম হবে। মোটামুটি বছরে ২০০০ টাকা করে লাগবে (ব্লগ সাইট হলে ) হোস্টিং এর জন্য। ডোমেইন এবং হোস্টিং কেনা হলে ভাল কোন ওয়েব ডেভেলপার এর কাছে আপনার ওয়েব সাইটটিকে সাজিয়ে নিতে হবে। আর যদি ফ্রি বানাতে চান তাহলে blogger.com কিংবা wordpress.com থেকে ফ্রি বানাতে পারবেন। সেক্ষেত্রে আপনার সাইট সাবডোমেইন হিসেবে থাকবে।